প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ২:১৭ পূর্বাহ্ণ
মরহুম বাদশা মিয়া মৌলবী পরিবারের সৌজন্য সাক্ষাতে জামায়াত ইসলামী
মরহুম বাদশা মিয়া মৌলবী পরিবারের সৌজন্য সাক্ষাতে জামায়াত ইসলামী
নেজাম উদ্দীন-(রাঙ্গুনিয়া) চট্টগ্রাম। রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নের সমাজ সেবক ও প্রবীণ শিক্ষাবিদ মরহুম মাওলানা বাদশা মিয়া হুজুর ২য় ছেলে পোমরার কৃতি সন্তান,বিশিষ্ট দানবীর মরহুম আব্দুল আজিজ হায়দারের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন জামায়াত ইসলামী নেতৃবৃন্দগন । শুক্রবার ৬ই ডিসেম্বর ২০২৪ ইংরেজী মরহুম এর পারিবারিক কবরস্থান জিয়ারত ও শোকার্তে পরিবারের সাথে একান্ত আলাপকালে বলেন- মরহুমের পিতা ছিলেন একজন মানুষ গড়ার কারিগর, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে আলোকবর্তিকা হিসাবে কাজ করে গেছেন, ওনার সুযোগ্য সন্তান মরহুম আজিজ উদ্দীন হায়দার ভাই ছিলেন সমাজ সংস্কারে একজন সচেতন নাগরিক , সমাজ এবং দেশের জন্য নিরলসভাবে নিজেকে উজাড় ভাবে তুলে ধরেছেন, এই কীর্তিমান ব্যক্তি শ্রদ্ধার সাথে প্রজন্ম মনে রাখবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এর্টনি জেনারেল এডভোকেট রেজাউল করিম, জামায়াতে ইসলামির উত্তর জেলার সেক্রেটারি জনাব আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামির আমির মাওলানা হাসান মুরাদ, মিডিয়া বিভাগের রাশেদুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি আমজাদ হোসেন, ব্যবসায়ী মুখলেসুর রহমান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নেজাম উদ্দীন সহ প্রমুখ নেতৃবৃন্দগন। উল্লেখ্য যে - মরহুম আজিজ উদ্দীন হায়দার গত ৩ই ডিসেম্বর চট্টগ্রাম একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন, মৃত্যুকালে এক ছেলে দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় -স্বজন গুণীজন রেখে গেছেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.