রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ দাস।।মর্নিং গ্লোরি ইন্টিগ্রেটেড স্কুলের বিশেষ শিশুদের সাথে শারদীয়া র বসন্ত উৎসব ২০২৩ পালিত হলো.
আজ যখন চতুর্দিকে বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান , আবিরে ও রঙে রাঙিয়ে তুলেছে,…. ঠিক সেই সময়ে বিকেল চারটে, শারদীয়া ট্রাস্টের পরিচালনায় এবং সৌমন কুমার সাহার উদ্যোগে এবং সকল দিদিমনি শিক্ষক মহাশয়ের সহযোগিতায় ও চারিটেবল ট্রাস্টের সদস্যদের সহযোগিতায় , অন্যরূপে বসন্ত উৎসব পালিত হলো আবিরে ও রঙে নয়, ফুল দোলার মধ্য দিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে মেতে উঠলো এই বসন্ত উৎসব, নাচে গানে হুল্লোড়ে মেতে উঠল শিশুরা বসন্ত উৎসবে, অনুষ্ঠানটি সুন্দর মুখরিত হয়ে ওঠে,। নিউল্যান্ড সোসাইটি ক্লাব প্রাঙ্গণ , গরফা যাদবপুর এলাকায়, , যাহারা কোনদিন পৃথিবীর আলো দেখতে পায় না, যাহারা কথা বলতে পারে না, যাহারা কানে শুনতে পায় না, তাহাদেরকে নিয়েই এই উৎসব ও আনন্দ.. শারদীয়ার কর্ণধার সৌমেন বাবু জানান, এই মিলন ক্ষেত্র নাম হচ্ছে আট থেকে আশির মিলন ক্ষেত্র,। যেখানে দুস্থ অবহেলিত পথশিশু অনাথ শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সংকল্প। তাই আটটি বছর ধরে আমরা আবিরে নয় রঙে নয় শুধু ফুলেই শিশুদের বসন্ত উৎসব পালন করে থাকি।, রাধা কৃষ্ণের মিলনক্ষেত্র তৈরি করি, যে মালা গেথে রাধা কৃষ্ণের