প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৩, ১:৪৯ পূর্বাহ্ণ
মর্নিং গ্লোরি ইন্টিগ্রেটেড স্কুলের শিশুদের সাথে শারদীয়ার বসন্ত উৎসব ২০২৩ পালিত
রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ দাস।।মর্নিং গ্লোরি ইন্টিগ্রেটেড স্কুলের বিশেষ শিশুদের সাথে শারদীয়া র বসন্ত উৎসব ২০২৩ পালিত হলো.
আজ যখন চতুর্দিকে বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান , আবিরে ও রঙে রাঙিয়ে তুলেছে,.... ঠিক সেই সময়ে বিকেল চারটে, শারদীয়া ট্রাস্টের পরিচালনায় এবং সৌমন কুমার সাহার উদ্যোগে এবং সকল দিদিমনি শিক্ষক মহাশয়ের সহযোগিতায় ও চারিটেবল ট্রাস্টের সদস্যদের সহযোগিতায় , অন্যরূপে বসন্ত উৎসব পালিত হলো আবিরে ও রঙে নয়, ফুল দোলার মধ্য দিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে মেতে উঠলো এই বসন্ত উৎসব, নাচে গানে হুল্লোড়ে মেতে উঠল শিশুরা বসন্ত উৎসবে, অনুষ্ঠানটি সুন্দর মুখরিত হয়ে ওঠে,। নিউল্যান্ড সোসাইটি ক্লাব প্রাঙ্গণ , গরফা যাদবপুর এলাকায়, , যাহারা কোনদিন পৃথিবীর আলো দেখতে পায় না, যাহারা কথা বলতে পারে না, যাহারা কানে শুনতে পায় না, তাহাদেরকে নিয়েই এই উৎসব ও আনন্দ.. শারদীয়ার কর্ণধার সৌমেন বাবু জানান, এই মিলন ক্ষেত্র নাম হচ্ছে আট থেকে আশির মিলন ক্ষেত্র,। যেখানে দুস্থ অবহেলিত পথশিশু অনাথ শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সংকল্প। তাই আটটি বছর ধরে আমরা আবিরে নয় রঙে নয় শুধু ফুলেই শিশুদের বসন্ত উৎসব পালন করে থাকি।, রাধা কৃষ্ণের মিলনক্ষেত্র তৈরি করি, যে মালা গেথে রাধা কৃষ্ণের
মিলন ঘটে আজ একইভাবে ফুল দিয়ে বসন্ত উৎসব ও রাধা কৃষ্ণের মিলন ঘটল,। তাই ফুল দিয়ে বিগত বছরের মত এ বছর ও শিশুদের পাশে আমরা রয়েছি কিছুটা আনন্দ দেয়ার জন্য, তাই তাদেরকে আনন্দ দিতে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ,স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও ,সুরেশ নৃত্যাঙ্গনে ছাত্র ছাত্রীদের নৃত্য পরিবেশন এবং সংযোগ ও সম্প্রীতি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সকলকে আনন্দ দেবে তার সাথে সাথে সকল অভিভাবকদের আমরা ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য,, আজকের অনুষ্ঠানের বিশেষ অভিনবত্ব ছিল ফুল, বিভিন্ন ফুলের সমারহ, যা গন্ধ আর স্পর্শকে হাতিয়ার করে গোটা উৎসব জুড়ে গাদা চন্দ্রমল্লিকা ডালিয়া সহ অন্যান্য ফুলের মধ্য দিয়ে আজকের বসন্ত উৎসব পালিত হল, ছোট ছোট শিশুরা ফুল ছড়িয়ে বসন্ত উৎসবকে মুখরিত করে তুললো। যা দেশবাসী মন জয় করতে পেরেছে..........।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.