নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লা'র আহ্বানে চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ-ই মতবিনিময় সভায় দোকানদের প্রস্তাবে দীর্ঘ ১৪ বছর কুক্ষিগত করে রাখা মহসিন ভূইয়া'র একনায়কতন্ত্র দোকান কমিটি বর্জন করে কাজী বাবুলকে আহ্বায়ক ও জামানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। বুধবার (৬ মার্চ) বিকাল ৩ টায় চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন রয়েল প্যালেস পার্টি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে ব্যবসায়িদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য তুলে ধরে কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লা বলেন- দীর্ঘ ১৪ বছর যাবৎ চৌধুরীবাড়ি দোকান ব্যবসায়ীদের কমিটি নিয়ে একটি মহল নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. শামীম ওসমান'র নাম ভাঙ্গিয়ে ও আওয়ামী লীগের দলীয় প্রভাব খাঁটিয়ে দোকানদারদের কমিটি নিয়ে এককভাবে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। কোন দোকানদারদের মূল্যায়ন না করে, তার একনায়কতন্ত্র অবৈধ কমিটির বিরুদ্ধে আমার নিকট একটি অভিযোগ আসে। আমি জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি হওয়ায় এ-ই ধরনের অনিয়ম মেনে নিতে পারিনা। তাই বিষয়টি গুরুত্ব সহকারে আজ আপনাদের জন্য এ মতবিনিময় সভার আহ্বান করেছি।
আপনারা কমিটির বিষয়ে কি চান? আপনাদের সিদ্ধান্ত কি? আপনারা যে সিদ্ধান্ত নিবেন আমি সে-ই সিদ্ধান্ত বাস্তায়ন করতে সর্বত্র চেষ্টা করবো। কাউন্সিলরের এমন বক্তব্য তুলে ধরার পর একে একে দোকান মালিক বন্দ তাদের বক্তব্যে বলেন- আমরা অনিয়মতান্ত্রিক রাতের আঁধারে করা মহসিন ভূইয়া'র একক নিয়ন্ত্রিত কমিটি বর্জন করে সকল সদস্যদের উপস্থিতিতে দিনের আলোতে গনতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি চাই। সকলের এ-ই মতামতের ভিত্তিতে কাউন্সিলর আবারও বলেন- যারা রাতের অন্ধকারে কমিটি করেছে তাদেরকেও উপস্থিত থাকার আহ্বান করেছিলাম। কেননা সকলের সমন্বয়ে একটি সুন্দর কমিটি গঠনের জন্য। কিন্তু তারা না এসে বরং আজকের এ-ই মতবিনিময় সভায় না আসার জন্য অনেক দোকানদারকে হুমকি-ধামকি দিয়েছে বলে আমার কাছে খবর আসে।
আমি কোন পক্ষের নই, একজন নিরপেক্ষ জনপ্রতিনিধি হিসেবে এ-ই কমিটির সুষ্ঠু সমাধানের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করছি। ভোটার সংখ্যা নির্ণয় করে অচিরেই ভোটের মাধ্যমে নিরপেক্ষ কমিটি গঠনের আশ্বাস দিচ্ছি। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব শাহজাহান ভূইয়া জুলহাস, আলহাজ্ব আবুল হোসেন মেম্বার, যুবলীগ নেতা মোহাম্মদ শাহ জাহান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানার কৃষকলীগ নেতা ইয়াসিন মিয়া সহ চৌধুরীবাড়ি বাসট্যান্ড দোকান ব্যবসায়ীবৃন্দ।