প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২২, ১:২৯ পূর্বাহ্ণ
মহাখালীতে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে ৯ তলা থেকে পড়ে এক রোগী নিহত
মহাখালীতে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে ৯ তলা থেকে পড়ে এক রোগী নিহত
রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে ৯ তলা থেকে পড়ে এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এই তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।
তিনি জানান, নিহতের নাম মো. কালাম বেপারী। বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। তার মৃত্যুর ঘটনায় ছেলে রিয়াদ বেপারী বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
জানা যায়, ওই হাসপাতালের ডাক্তার রোগী কালাম ব্যাপারীকে গত ২৯ আগস্ট সেখানে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ১৮ সেপ্টেম্বর তার পাকস্থলীতে অস্ত্রোপচার করার দিন ঠিক হয়। শনিবার স্বজনরা হাসপাতালে এসে বিছানায় তাকে পায়নি। ওয়ার্ডের আশপাশের লোকজন জানান, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি বাইরে যান, এরপর আর ফিরে আসেননি।
তখন নিহতের পরিবার পুলিশের সহায়তা চান।
পরে পুলিশ এসে হাসপাতালের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকালে তিনি নিচে নামার জন্য ৯ তলায় লিফটের বোতামে চাপ দেন। লিফট আসার পর তিনি দরজা খুলে উঠতে গেলে নিচে পড়ে যান। তখন নয়তলার বাটন চাপ দিলে লিফট ১০ তলায় উঠে যায়। এরপর তিনি পা দিলে ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। এরপর তার পচনশীল মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.