মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
২রা অক্টোবর বৃহস্পতিবার, বিরাটি মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা হয় শুভ চতুর্থীতে, এবারের তাহাদের ভাবনা “হস্তশিল্পীর আঙ্গিনায় মায়ের আগমন”
এই প্রতিমার শুভ সূচনা করেন, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত ছিলেন পৌরপিতা বিধান বিশ্বাস ,সাংসদ শতাব্দী রায় এবং উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ সহ ক্লাবের উদ্যোক্তা সন্ধ্যারানী মন্ডল
সহ অন্যান্য সদস্য এবং অতিথিরা ও এলাকার মহিলারা, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিমার শুভ সূচনা হয় এবং সুন্দর সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীর আগমন বার্তা দিকে দিকে ছড়িয়ে দেয়। এই পুজোকে ঘিরে, চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণ থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান।
মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসবের উদ্যোক্তাদের মূল ভাবনা ছিল গ্রাম বাংলার শিল্পকে তুলে ধরা, তাই তারা এবারের ভাবনার নাম দিয়েছেন “হস্ত শিল্পীর আঙ্গিনায় মায়ের আগমন” যেখানে মন্ডপ সুসজ্জিত হয়েছে কাঠ, বেত, কুলো ও বিভিন্ন সামগ্রী দিয়ে, যেগুলি হস্তশিল্পীদের হাতের তৈরি
, যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে বসেছে, যাতে কেউ না এই শিল্পগুলোকে ভুলে যেতে পারে তাহার জন্যই এই প্রচেষ্টা, শিল্পীদের তুলে আনা, লোকসংস্কৃতিকে যেন ভুলে না যায়, তাই ভাবনার সাথে প্রতিমার সামঞ্জস্য রেখে মন্ডপ হয়ে উঠেছে উজ্জ্বল ময়,
এবারের প্রতিমা শিল্পী প্রশান্ত পাল এবং মন্ডপ শয্যায় সনচিত রাহুল, যাহাদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর মণ্ডপ গড়ে উঠেছে, যে সকল সদস্যদের সহযোগিতায় এত সুন্দর ভাবে পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার হচ্ছে তাদের কাছে আমি কৃতজ্ঞ, সকলে মিলে সহযোগিতা না করলে কখনোই কোন কিছু সুন্দরময় হয়ে উঠতে পারে না,
আমরা এই পুজোকে কেন্দ্র করে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান রাখার চেষ্টা করেছি ,যেখানে বিভিন্ন শিল্পীরা মঞ্চে সংগীত পরিবেশন করবেন, লোক সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করবেন, লোকগানের মধ্য দিয়ে মানুষের হৃদয়কে আন্দোলিত করার চেষ্টা করবেন,
এছাড়াও মঞ্চে প্রতিদিন বিভিন্ন অতিথিরা আসবেন এবং তাদেরকে আমরা সম্মাননা জানাবো। তাহার সাথে সাথে আমরা এইরকম একটি সম্মান পেয়ে গর্বিত, আমাদের ভাবনাকে বিচারের মধ্য দিয়ে ও সম্মানের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করেছেন।
সবাই আসুন পুজো মণ্ডপকে আলোকিত করে তুলুন, আমাদের তরফ থেকে রইল শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””