মহান বিজয় দিবসে কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সংগঠন পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিনিধি- মহান বিজয় দিবস উপলক্ষে সাহিত্য, সংস্কৃতি, সামাজিক স্বেচ্ছাসেবী ও মানবিক সেবামূলক সংগঠন “কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র” এর উদ্যোগে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়তে যারা শহীদ হয়েছেন সেই সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ১৬ ডিসেম্বর রোজ শনিবার প্রভাতে নারায়ণগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া বিজয়স্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। শ্রদ্ধা নিবেদন কালে এ সময় উপস্থিত ছিলেন কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, সহ সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাজ্জাদ আহমেদ খোকন, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সবুজ রায়, কার্যকরী সদস্য কবি হারুন অর রশিদ সাগর, সদস্য জাকির হোসেন, সেলিম মিয়া,নূর ইসলাম, মোঃ রিপন,মুন, সাংবাদিক ইভা। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কবি আনিসুল হক হীরা ও কবি সুমনসহ প্রমূখ।