চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি সিরাজগঞ্জের চৌহালীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে ৷ বুধবার(২৬মার্চ) সকালে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আইসিটি অফিসার স্বম্পা কর্মকার ও ইউআরসি চঞ্চল কুমার মিস্ত্রির পরিচালনায় দিবসটির শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, শিক্ষা প্রতিষ্ঠানে, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত জাতীয় পতাকা ও বিভিন্ন রঙের পতাকা ও আলোক সজ্জায় সজ্জিত ছিল সরকারি কলেজ। চৌহালী সরকারি কলেজ মাঠে পুলিশ,আনসার ভিডিপি, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়
। জাতীয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা, মুক্তিযুদ্ধা, স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমীক দল সহ বিভিন্ন দপ্তর। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি জুয়েল মিয়া, অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প, প কর্মকর্তা ডা, মাসুদ রানা, শিক্ষা অফিসার মোস্তফা কবির, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল মো, রিয়াজুদ্দিন, উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক আঃ খালেক খোকন পরামানিক, সাংগঠনিক সম্পাদক মো, হুমায়ন কবির, খাষপুকুরিয়া ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি মাইন উদ্দিন মিলেটরী, খাষকাউলিয়া ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি শুকুর মাহমুদ, ঘোরজান ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি হুমায়ুন কবির, বাঘুটিয়া ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি মজনু মেম্বার, খাষপুকুরিয়া ইউনিয়ন শ্রমীক দলের সাংগঠনিক সম্পাদক মো সবুজ ফকির প্রমুখ। জাতীয় দিবসে চৌহালী উপজেলা শ্রমীক দলের নেতা-কর্মীদের মাঝে বস্র বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা মোকলেছুর রহমান আরঙ্গর পক্ষ থেকে।