মহান স্বাধীনতা দিবসে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব সংবাদদাতা।।
বুধবার (২৬ মার্চ ) সকালে মহান স্বাধীনতা দিবসে চাষাঢ়াস্থ বিজয়স্তম্ভে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও ভাতৃপ্রতিম সংগঠনের নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ । জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রমিকনেতা কমরেড গোলাম মোস্তফা সাচ্ ,
পার্টির জেলা কমিটির সদস্য কমরেড নাসির হোসেন, কমরেড সুনীল দত্ত, মোঃ কমরেড ওমর ফারুক নাছির। এসময়ে অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সংগঠক যুবনেতা সাইফুল ইসলাম , বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সংগঠক ছাত্রনেতা মোহাম্মদ আয়ান আহমেদ শুভ, জেলা নারী মুক্তি সংসদের সংগঠক নারীনেত্রী আসমা রশিদ , রোমানা আক্তার প্রমুখ। এসময়ে নেতৃবৃন্দ বলেন – ৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালে যে সকল গোষ্ঠী এর সরাসরি বিরোধিতা করেছে (যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত ) আজ তারা রাষ্ট্র সংস্কারের নামে স্বাধীনতা – সার্বভৌমত্বের উপর সুকৌশলে আঘাত হানবার পায়তারায়রত ; এসকল অপকৌশল রুখে দাঁড়ানোর জন্য সকল বাম – প্রগতিশীলদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামের বিকল্প নেই উল্লেখ্য করে নেতৃবৃন্দ আরো বলেন এই মূহুর্তে একটি বৃহৎ বাম বিকল্প গড়ে তুলতে সংকীর্ণতার পরিবর্তে আজ আমাদের আরো বেশি আন্তরিক হওয়া অতীব জরুরি।