আজ ১৭ ই সেপ্টেম্বর, রবিবার বিকেল চারটায় ধনধান্য অডিটোরিয়ামে , প্রতিবছরের ন্যায় এ বছরও মহেশ্বরী প্রতিভা সম্মান ২০২৩ তুলে দিলেন ,মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে এবং তার সাথে সাথে শিক্ষার্থীদের বৃত্তি তুলে দিলেন।, প্রায় ৩০০ জনের মতো ছাত্র-ছাত্রীদের হাতে এই সম্মান তুলে দেন , পুষ্করনারায়ন তোষমি ওয়াল চাইটেবল ট্রাস্টের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন ও সম্মান প্রদান, এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রীপরিষদ,
নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী জনাব ফিরাদ হাকিম, উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য ড্রেনেজ বিভাগ জনাব তারক সিং, উপস্থিত ছিলেন আই পি এস শ্রী অজয় কুমার, উপস্থিত ছিলেন আই এ এস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জিতেন যাদব, এছাড়া উপস্থিত ছিলেন , ট্রাস্ট ও প্রখ্যাত শিল্পপতি শ্রদ্ধেয় শ্রীমতি ধনেশ্বরী দেবী জি তোশনি ওয়াল, শ্রী মনোজ কুমার জী তোশনিওয়াল ,শ্রীকুমার জি তোশনিওয়াল, প্রেসিডেন্ট বিনোদ জি, দিলীপ জি ,গণেশ কুমার ব্যানার্জী, গোপাল দাস,
প্রভিন জি সহ অন্যান্যরা, ছাত্র-ছাত্রীরা একটি বাদ্য সংগীতের মধ্য দিয়ে কলকাতার মহানাগরীক জনাব ফিরহাদ হাকিমকে সম্মান জানান, অনুষ্ঠান শুভ সূচনার পর, প্রত্যেক অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করেন, সকল অতিথিরা এরকম একটি উদ্যোগকে স্বাগত জানাই , যারা সব সময় মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থাকেন এবং তাদেরকে উৎসাহিত করেন এইভাবে। শুধু তাই নয়, এই চ্যা রিটেবল ট্রাস্ট শুধু ছাত্র-ছাত্রীদের কথায় ভাবেন তা নয়, তারা বহু সময় সেবামূলক কাজ করেন। এই ট্রাস্টের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ট্রাস্ট ও প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রতিনিয়ত মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করেন।
ট্রাস্ট জন সেবায় কর্মরত, রোগী এবং হাসপাতাল গুলিকে যথাযথ আর্থিক সহায়তা প্রদান করে, ট্রাস্ট জরুরী পরিস্থিতিতে, জামা কাপড়, কম্বল, খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে ও অভাবি লোকেদের সহায়তা করে থাকেন, নারী ও মেয়েদের স্বাবলম্বী করার জন্য, ট্রাস্ট বৃত্তিমূলক প্রশিক্ষণের সুবিধা প্রদান করে, যেখানে তারা বিশেষ প্রশিক্ষণ এবং কাজের দক্ষতার পাশাপাশি উপার্জনে করতে পারে , মানব সেবার পাশাপাশি ট্রাস্ট নিরন্তর গরু সেবাই কাজ করে যাচ্ছে।
এছাড়াও ট্রাস্ট পাবলিক ইউটিলিটি ভবন, কক্ষ, অডিটোরিয়ামে নির্মাণে সহায়তা করেন, ট্রাস্ট উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের এবং সি এ , সি এস, এম বি বি এস , বি টেক, আইএএস, আই পিএস বা কারিগরি বা উচ্চশিক্ষার ও অন্যান্য শিক্ষা লাভের জন্য ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা করেন। এই ট্রাস্ট কলকাতা আঞ্চলিক মহেশ্বরী সভা, ও সর্বভারতীয় মহেশ্বরী মহাসভা মহিলা সংগঠন যুব ,সংগঠন এর সহিত মিলিতভাবে সকল কাজ করিতেছে, আজকের অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা উপস্থিত হন অডিটোরিয়ামে এবং অতিথিরা,
একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মান প্রদান করা হয় ছাত্র ছাত্রীদের ,শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন কুইজ ও পুরস্কারের আয়োজন করা হয়।,। ছাত্র ছাত্রীরা এইভাবে সম্মানিত হয়ে আনন্দিত ও কৃতজ্ঞ, তাহারা বলেন আজকের এই সম্মান আমাদের কে অনেকটাই আগিয়ে দিল, পড়াশোনার দিকে এবং আমাদের আগ্রহ আরো বাড়িয়ে তুললেন,।