নীলফামারীতে মাইক্রোবাসের চাপায় প্রশান্ত রায় (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা মোশাররফ হোসেন (২২)।
পেশায় নির্মাণ শ্রমিক প্রশান্ত রায় টুপামারী ইউনিয়নের নিত্যানন্দি গ্রামের মৃত চন্দন রায়ের ছেলে। আর আহত মোশাররফ হোসেন রামগঞ্জ এলাকার কাইউমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশান্ত ও মোশাররফ মোটরসাইকেল ঠিক করার জন্য বাড়ি থেকে বের হয়ে পাশের একটি বাজারে যাচ্ছিলেন। পথে অচিনতলা নামক স্থানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান তারা। এসময় অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান প্রশান্ত। এতে গুরুতর আহত হন মোশাররফ। তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারা দু’জনে নির্মাণ শ্রমিক।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।