প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৯:৪৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর অভিযানে ১,৪০০ পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার ০২-
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর অভিযানে ১,৪০০ পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার ০২-
মাহবুব আলম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর উপপরিচালক জনাব হুমায়ূন কবির খন্দকার এর চৌকষ তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব জাহিদ হোসেন এর নেতৃত্বে নার্কোটিকস এর একটি টিম সকাল প্রায় ১০ঃ০০ ঘটিকায় চট্টগ্রাম শহরের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাস থেকে (কক্সবাজারের থেকে নোয়াখালীতে পাচারকালে )আসামী আবুল বাসার (৪২) কে ১,০০০ পিস ইয়াবা এবং যশোর পাচারকালে মোঃ সবুজ খান (৩০) কে ৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে । গ্রেপ্তারকৃত আসামীদ্বয় - (০১) আবুল বাসার (৪২)(গ্রেফতার), পিতাঃ আলী হোসেন, মাতাঃ হাজেরা বেগম, সাংঃ মেঘা (চুনি মিজি বাড়ি), ৪ নং বদলকোট ইউনিয়ন পরিষদ, থানাঃ চাটখিল, জেলাঃ নোয়াখালী। (০২) মোঃ সবুজ খান (৩০)(গ্রেফতার), পিতাঃ জাহান আলী, মাতাঃ নুর জাহান, সাংঃ গোড়পাড়া, নিমতলা, ওয়ার্ড নং-০২, ১১ নং নিজামপুর ইউনিয়ন পরিষদ, থানাঃ শার্শা, জেলাঃ যশোর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উত্তর এর উপ-পরিচালক হুমায়ূন কবির খন্দকার জানিয়েছেন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে ।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.