প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৪, ৯:১৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (চট্র মেট্রো উঃ)এর বিশেষ অভিযানে ৮টি দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ জনকে গ্রেফতার করে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (চট্র মেট্রো উঃ)এর বিশেষ অভিযানে ৮টি দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ জনকে গ্রেফতার করে
মেহেদী হাসান তুষারঃ
অদ্য ১০/০১/২০২৪ ইং এ চট্টগ্রাম নগরির চান্দগাঁও থানাধীন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী সড় সন্ত্রাসী গ্যাংকে ০৮টি দেশীয় অস্র, ৩০০পিস ইয়াবা, ১কেজি ২৮০গ্রাম গাঁজা ও নগদ ৭৪৭০০/- টাকাসহ গ্রেফতার গ্রেপ্তার করতে সক্ষম হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো(উত্তর) কার্যালয় এর উপ-পরিচালক জনাব হুমায়ূন কবির খন্দকারের নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোডস্থ বাদামতল মুন্সীবাড়ী মুনসুরের ভাড়াটিয়া মো: সেকান্দরের বসতঘরে অভিযানে দেশীয় অস্ত্র সহ মাদক চক্রের ৬ সদস্যের একটি সন্ত্রাসী গ্রুপকে ০৮টি দেশীয় অস্র, ৩০০পিস ইয়াবা, ১কেজি ২৮০গ্রাম গাঁজা ও নগদ ৭৪৭০০/- টাকা সহ গ্রেফতার করা হয়। অভিযানকালীন সময়ে অভিযানকারী দলের উপর আক্রমণ চালিয়ে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর দুই সদস্যকে আহত করে। সকাল ১১ঃ৩০ হতে প্রায় ০২ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন - ০১ঃ মো: সেকান্দার (৪৮), পিতা: মৃত কায়সার আহমেদ, মাতা: মৃত রোমানা বেগম, সাং- খাজা রোড, বাদামতল, মুন্সিবাড়ী, চাঁন্দগাও, চট্টগ্রাম। আসামী- ০২ঃ খোতেজা বেগম (৪৫), পিতা: সিজল হক, মাতা: মৃত হাজেরা বেগম, সাং- খাজা রোড, বাদামতল,, মুন্সিবাড়ী, চাঁন্দগাও, চট্টগ্রাম। আসামী- ০৩ঃ মো: রুবেল (২৯), পিতা: মো: সেকান্দার, সাং-মুন্সিবাড়ী, খাজা রোড, বাদামতল, চাঁন্দগাও, চট্টগ্রাম। আসামী - ০৪ঃ মো: রুবায়াত (২২), পিতা: মো: সেকান্দার, মাতা: খোতেজা বেগম, সাং-মুন্সিবাড়ী, খাজা রোড, বাদামতল, চাঁন্দগাও, চট্টগ্রাম। আসামী- ০৫ঃ ইফতেখার আরাফাত (২২), পিতা: আনিছউদ্দিন শেখ, মাতা: জেসমিন আখতার, সাং- সাতমাইল, আলমপুর (মাস্টারবাড়ী), থানা+জেলা: কুষ্টিয়া, বর্তমান: খাজারোড, বাদামতল, ইয়াছিন খয়রাতির বাড়ি, চাঁন্দগাও, চট্টগ্রাম। আসামী - ০৬ঃ মো: আকিব (ইন্দুর) (২৫), পিতা: মো: আলমগীর, মাতা: মৃত নাহার, সাং- খাজা রোড, বাদামতল, মুন্সিবাড়ী, চাঁন্দগাও, চট্টগ্রাম । আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং অস্ত্র আইনে অপর আরেকটি মামলা দায়ের এর করা হবে জানিয়েছেন।।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.