মাদ্রাসা শিক্ষক সমিতির ডাকে এবং ২৩৫টি মাদ্রাসাকে এডেড করার দাবী নিয়ে মহামিছিল।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"
৪ঠা মে রবিবার, ঠিক দুপুর দুটোয়, মাদ্রাসা শিক্ষক সমিতি ও উত্তর দিনাজপুর জেলা কমিটির আহবানে, বেশ কিছু শিক্ষক বিভিন্ন দাবী নিয়ে মহা মিছিল করলেন ধর্মতলা রানী রাসমণি রোড পর্যন্ত।
প্রায় ১০০ থেকে দেড়শো শিক্ষক ও শিক্ষিকা এই মিছিলে পা মেলান, বিভিন্ন দাবী নিয়ে গর্জে উঠেন সরকারের বিরুদ্ধে, তাহারা সমস্ত কিছু থেকে বঞ্চিত। তাহাদের দাবী, অবিলম্বে ২৩৫টি অনুমোদিত আন সাহায্যকারী মাদ্রাসা স্কুলকে এডেড করতে হবে, ৪৩৩টি ডেন সাইট সরকারি অনুমোদনের পত্র থাকলেও ২৩৫ টি এখনো আন-এডেড।
মাদ্রাসা স্কুলে অবিলম্বে মিড ডে মিল চালু করতে হবে, প্রত্যেক ছাত্র-ছাত্রীকে স্কুল ব্যাগ ও জুতো দিতে হবে। মাদ্রাসা ইস্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য অবিলম্বে মেস চায়, প্রতিটি মাদ্রাসা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে,
কোন স্কুলের শিক্ষকের শূন্যতা রাখা যাবে না । তাহারা সরকারকে আবারো হুঁশিয়ারি দিলেন,, যদি আমাদের এই সমস্যা পূরণ না হয় সোমবারের মধ্যে, এবং আমাদেরকে যদি পুনরায় মাঠে নামতে হয়,
তাহলে আমরা নবান্ন পর্যন্ত পৌছাতে বাধ্য হব, দেখবো কিভাবে আটকে রাখে, এবং ধর্মতলায় সমস্ত পথ অবরোধ করে দেবো, কেন ভোটের সময় আমাদের আশ্বাস দিয়ে সেই সকল আশ্বাস পূর্ণ আজও করেননি।
অবিলম্বে সেগুলি পূর্ণ করতে হবে। কেন আমাদের ছাত্র-ছাত্রীরা সমস্ত কিছু থেকে বঞ্চিত থাকবে, তারা মাদ্রাসা শিক্ষা মন্ত্রীকেও হুশিয়ারী দিলেন, আমরা আর চুপ করে থাকবো না, তারা মিছিল করে এসে ধর্মতলা ডোরিনা ক্রসিং মোড়ে দু মিনিট হাতে হাত ধরে পথ অবরোধ করে বসে পড়েন।
প্রশাসনকে জানান দুমিনিট এখানে পথ অবরোধ করবো। এর পর আমরা এখান থেকে উঠে যাব। তারা দু মিনিট ধর্মতলা ডোরিনা ক্রসিং অবরোধ করেন। সমস্ত যান চলাচল প্রতিটি রাস্তায় আটকে পড়ে।
এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষামন্ত্রীকে ধিক্কার জানাতে থাকেন। তাদের প্রতিটি দাবী মিছিলে থার্মকল থালার মধ্যে লিখে তুলে ধরেন জনগণের সামনে।
তাতে কোনরকম গন্ডগোল না হয় কারণ আজ ওই সময় ছিল খেলার দর্শকদের ভিড়, প্রশাসনের তরফ থেকেও ছিল সমস্ত রকম ব্যবস্থা ও কড়া নজরদারি। আগে আগে ছিলেন প্রশাসনের অফিসারেরা।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"