রিপোর্টার, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়,,মাননীয় বিধায়ক মদন মিত্রের উদ্যোগে এবং ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের সহযোগিতায় ,কার্তিক পূজোর শুভ সূচনা
এবং একটি গানের অ্যালবামের শুভ সূচনা …দে গোল……তার সাথে সাথে কলকাতায় বসে দার্জিলিং ভ্রমণ করুন, এই বার্তা নিয়ে আজকে এই অনুষ্ঠান, শুধু তাই নয় এই অ্যালবামের মধ্য দিয়েই তিনি জানান পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এই গানের শুভ সূচনা আজকের থেকেই শুরু হলো, পঞ্চায়েত ভোটের প্রচার এবং এই গান দিয়ে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার আহবান, gun নয়, গানই অস্ত্র মদন মিত্রের, মদন মিত্রের তিন নম্বর অরিজিনাল গানের অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ হল আজ দুপুর ১ টায় ,অগণিত মদন মিত্র ফ্যান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তারা একই সাথে উল্লাস করতে থাকেন ,শুধু তাই নয় গানের তালে তালে তারা হাত মিলান ও মদন মিত্র মহাশয়ের সাথে নৃত্য করতে থাকেন, এই অ্যালবামটি করেছেন এস এস প্রোডাকশন ,বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক প্রচার বিরোধীদের কটাক্ষ, আজকের এই অনুষ্ঠানে এবং একটি শ্লোক গানের মধ্য দিয়ে প্রকাশ করেন , বাংলার সর্বনাশে, দিল্লি বসে নেতা হাসে, এর সাথে সাথে আজকে ঘোষণা করেন আগামীকাল একটি যজ্ঞের মাধ্যমে এই পুজো প্যান্ডেলে বিভিন্ন কর্মসূচি থাকবে মদন মিত্র মহাশয় উপস্থিতিতে এবং আজ প্রায় এক হাজার কার্তিক সাধারণ মানুষের হাতে তুলে দেবেন, তিনি জানান শুধু বিয়ে যারা করেছে তারাই কার্তিক পাবে তা নয় ,যারা সিঙ্গেল তাদেরকেও কার্তিক দেওয়া হবে তারাও এখান থেকে সংগ্রহ করতে পারবেন বিনা পয়সায়। এবং বলেন এই কার্তিককে সামনে রেখে আগামী পঞ্চায়েত ভোটে বিরোধী দলরা মুছে যাবে, কেউ থাকবে না ,মাননীয় মুখ্যমন্ত্রী কে সবাই চায় ,তিনি কাজের মানুষ, সবার পাশে থাকার মানুষ বলে তিনি উল্লেখ করেন, । একের পর এক পশ্চিমবঙ্গের উন্নতি করে চলেছেন, দর্শকদের জন্য বার্তা দিলেন আপনারাও আসুন এই দার্জিলিং ভ্রমণ করুন, আনন্দ উপভোগ করুন।