রবীন্দ্র সদন ও নন্দন প্রাঙ্গণে। .... প্রদর্শনী ও মেলা চলবে 8 ই মার্চ থেকে 13 ই মার্চ পর্যন্ত, দর্শকদের জন্য খোলা থাকবে ,প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত। মেলার শুভ সূচনা করলেন, মাননীয় তথ্য ও সংস্কৃতি বিভাগ ও পর্যটন বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন চারুকলা পরিষদের সহ-সভাপতি শুভ্র প্রসন্ন মজুমদার, সভাপতি যোগেন চৌধুরী এবং তথ্য সংস্কৃতি বিভাগে অধিকর্তা কৌশিক বসাক।
, প্রায় আড়াইশো থেকে 300 স্টল এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ,এছাড়া মহিলাদের হস্ত শিল্পও স্টলে স্থান পেয়েছে, বিভিন্ন জেলা থেকে চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছেন এবং তাদের চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছেন। শুভ সূচনা মন্ত্রী এবং অধিকর্তারা তুলির টান দিয়ে সূচনা করলেন।
প্রদর্শনী ছাড়াও প্রতিদিন একতারা মঞ্চে থাকছে গান ছবি ও আড্ডা এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাধ্যমিক পরীক্ষায় কোন রকম ব্যবহার করা যাচ্ছে না এজন্য প্রদর্শনী সকল শিল্পীদের এবং দর্শকদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করলেন যা কিছু অনুষ্ঠান হবে এমনি মুখের ভাষার মধ্য দিয়ে কন্ঠের মধ্য দিয়ে । অনুষ্ঠানের শেষ দিনে থাকছে শংসাপত্র বিতরণ অনুষ্ঠান। প্রদর্শনী ও মেলার অধিকর্তারা, দর্শকদের উদ্দেশ্যে জানালেন, আপনারা মেলা থেকে দু-একটা ফটো সংগ্রহ করবেন, তাহলেই চিত্রশিল্পীরা আপনাদের সহযোগিতায় আরো উৎসাহ পাবে।