প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৩:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২২, ১:১৯ পূর্বাহ্ণ
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ খাদি মেলা 2022….2023 শুভ সূচনা
রিপোর্টার, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ খাদি মেলা 2022....2023 শুভ সূচনা
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ খাদি গ্রামীন শিল্প পর্ষদের উদ্যোগে ও বিধায়ক ও চেয়ারম্যান কল্লোল খান এর সহযোগিতায়... প্রিন্স আনোয়ার শাহ রোডের সংযোগস্থলে তালতোলা মাঠে,, আজ পশ্চিমবঙ্গ খাদি মেলা 2022....2023 শুভ সূচনা হলো, এই মেলার শুভ সূচনা করেন , রাষ্ট্রমন্ত্রী অর্থ দপ্তর এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে নগর উন্নয়ন মন্ত্রী এবং মহানগরীক কলকাতা পৌরসভার মাননীয়া ফিরহাদ হাকিম মহাশয় , উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার , বিধায়িকা জুন মালিয়া, মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়,।
চন্দ্রনাথ সিং, রাজেশ পান্ডে, শ্রীমতি মৌসুমী দাস পৌর প্রতিনিধি ,। শ্রীমতি সুস্মিতা বাগদি সহ অন্যান্য অতিথিবৃন্দরা এবং সদস্যরা,, মঞ্চে উপস্থিত প্রত্যেক অতিথিদের প্রথমে ফুলের তোড়া উত্তরীয় এবং সামান্য গিফট দিয়ে সম্মানিত করেন তারপর মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন , এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মেলার শুভ সূচনা করেন মাননীয়া মন্ত্রী শ্রী মতি চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, এই মেলা চলবে, ৩০ শে ডিসেম্বর থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত ,প্রতিদিন দুপুর 1 টা থেকে রাত নয় টা পর্যন্ত ,দর্শকদের জন্য কোনরকম প্রবেশ মূল্য নাই। এই মেলায় প্রায় ১৩০ টিরও বেশি সট্ল রয়েছে বিভিন্ন, এবং বিভিন্ন খাদি উদ্যোক্তারা তাদের পসরা নিয়ে বসেছেন, সকল অতিথিরা সংক্ষিপ্ত বক্তার মধ্যে জানান, কলকাতাতে খাদি প্রিয় মানুষের কাছে বিপুল খাদি বস্ত্র হস্তশিল্প জাত দ্রব্য এবং হস্ততাত বস্ত্র পৌঁছে দিতে আজকের এই মেলার উদ্যোগ
এবং গ্রামীন শিল্পী খাদিরকাটুনি ও বয়ন শিল্পিদের উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করার উদ্দেশ্যই এই খাদিছ মেলার আয়োজন করা হয়েছে , বাংলার প্রায় প্রতিটি জেলায় তৈরি খাদির , সুতি রেশম তসর গরদ কোটিয়া মসলিন পশম .. পোশাকের বিপুল সমাহার ও থাকছে এই মেলা প্রাঙ্গণে, এই মেলা গ্রামীণ শিল্পের নানান সামগ্রী নতুন গ্রামের কাঠের পুতুল বর্ধমান ও বীরভূমের কাঁথা স্টিচ মুর্শিদাবাদের রেশম্বস্ত্র মেদিনীপুরের মাদুর শিল্প কোচবিহারের শীতল পার্টি ইত্যাদি স্টলে সেজে উঠেছে।
পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় রাজ্য সরকারের সহায়তায় পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, গ্রামীন শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদে, শক্ত হাতে হাল ধরেছে, এবং তারা এই বছর বিভিন্ন জেলায় এই খাদি মেলার আয়োজন করছেন, এবং তাহারা জানান, খাদি মেলা শুরু হওয়ার ফলে কিছুটা হলেও তাদের অর্থের বিপুল পরিমাণ ঘাটতি পূরণ হচ্ছে যার ফলে খাদি উদ্যোক্তারা, জনতা খাদি বস্ত্র উৎপাদন ঢালু করেছে , এবং জনতা শাড়ি তৈরির জন্য প্রোডাকশন সেন্টার গুলিকে ব্যবহার করা হবে বলে জানালেন শুধু তাই নয়, অফিসগুলিতে সোলার প্যানেল বসানোর জন্য প্রজেক্ট তৈরি করা হয়েছে বলে জানান।.... এবং জানান যিনি এই খাদির সৃষ্টি করে গেছেন সুতোর প্রচলন করে গেছেনযিনি,সেই,মহাত্মা গান্ধী স্মৃতিতে মাল্যদান করেই আমরা এই মেলার শুভ সূচনা করলাম।...।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.