মঙ্গলবার ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১০:৪৯
শিরোনামঃ
Logo বীরগঞ্জে পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন Logo সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে মাদকবিক্রেতারা Logo দুর্বৃত্তদের হামলায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট Logo টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত Logo নোয়াখালীর সুবর্ণচরে চাষির দেড় একর জমির করলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা Logo ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় নিহত (জাবি) শিক্ষার্থী আফসানা করিম রাঁচির পরিবারকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ Logo রাঙ্গুনিয়া প্রেসক্লাবের শপথ ও দায়িত্ব গ্রহণ Logo নয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার Logo নরসিংদীর টিসিবির চাউল বিক্রি করায় নিয়মিত মামলা আটক ৩০ Logo ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোন নিহত

মানসিক অসুস্থতা মানেই পাগল নয়-প্রতিমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১০, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
  • ৩০৩ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

মানসিক অসুস্থতা মানেই পাগল নয়-প্রতিমন্ত্রী

মানসিক স্বাস্থ্যসেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ‘মনের বন্ধু’ অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপটি দেশের ১৭ কোটি মানুষের উপকারে আসবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে অ্যাপটি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, মন যা চায়, তাই করতে হবে। মনের কথা শুনতে হবে। ‘মনের বন্ধু’ শব্দের মধ্যে একটা আবেগ আছে। মানসিক স্বাস্থ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে। পাশাপাশি আমাদের চিন্তা-চেতনাকে উন্নত করতে হবে, যা আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।

প্রতিমন্ত্রী বলেন, মানসিক অসুস্থতা মানেই পাগল নয়। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। ‘মনের বন্ধু’ অ্যাপ সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে গেছে। আশা করি, তা মানুষের মন ভালো রাখতে সাহায্য করবে। ‘মনের বন্ধু’ অ্যাপ ১৭ কোটি মানুষের উপকারে আসবে বলে আমার বিশ্বাস।

‘মনের বন্ধু’ অ্যাপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা বলেন, মনের বন্ধু একটি মানসিক স্বাস্থ্য সেবাকেন্দ্র। সব ধরনের মানসিক, সামাজিক, পারিবারিক সমস্যা, সংকোচ ও দ্বিধায় মানসিক সেবা দিয়ে থাকে ‘মনের বন্ধু’। ২০১৬ সাল থেকে আমাদের প্রশিক্ষিত অভিজ্ঞ মনোবিদেরা সব ধরনের গোপনীয়তা বজায় রেখে সেবা দেন। ‘মনের বন্ধু’ ওয়ান টু ওয়ান কাউন্সিলিং, মোবাইল ও ভিডিও কাউন্সিলিং, কর্মশালা, ফেসবুকের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে।

তিনি বলেন, মানসিক সুস্থতা ও স্বাস্থ্যসেবার প্ল্যাটফর্ম ‘মনের বন্ধু’ ২০১৬ সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। টেকসই লক্ষ্যমাত্রা (এসডিজি) নিশ্চিত করার লক্ষ্যে দেশের সব নাগরিকের জন্য সহজ ও সাশ্রয়ী মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় এ প্ল্যাটফর্মে। অভিজ্ঞ ও বিশেষজ্ঞ মনোবিদ ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রায় ৩১ হাজার মানুষকে সরাসরি ও অনলাইন কাউন্সিলিং সেবা দিয়েছে। পাশাপাশি গত পাঁচ বছরে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও সচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে ১২ লাখ মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে যুক্ত করেছে। সেইসঙ্গে অনলাইনে ৪০ লাখ মানুষকে প্রাথমিক সেবা দিয়েছে।

তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, দেশ-বিদেশে ‘মনের বন্ধু’ আরও কাজ করবে। আইডিয়া প্রজেক্ট থেকে ফান্ড পেয়ে ‘মনের বন্ধু’ আজ এতদূর এসেছে। এটি আমাদের জন্য গর্বের। আমরা চাই, তারা আমাদের সঙ্গে সবসময় কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, স্মার্টনেস মানে ভালো পোশাক নয়। স্মার্ট মানে মনে-জ্ঞানে, বুদ্ধিতে ও চিন্তায় উন্নত হওয়া। অন্যের আনন্দে নিজেকে সামিল করতে হবে। এতে নিজের দুঃখ-কষ্ট ভুলে থাকা যায়। সবসময় হাসিমুখে থাকার চেষ্টা করতে হবে। জীবনে ভালো মন্দ যা-ই আসুক না কেন, সত্যকে গ্রহণ করতে হবে। জীবন অনেক সুন্দর। তাই আমাদের প্রতিটি দিন উপভোগ করতে হবে।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, মনের বন্ধুর অ্যাপ উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন থেকে সবার হাতের মুঠোয় পাওয়া যাবে। এর মাধ্যমে মনের বন্ধু মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি সবাইকে মন ভালো রাখতে সাহায্য করবে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এখন মনের বন্ধুর সেবা পাওয়া যাবে অ্যাপের মাধ্যমে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell