নগর সংবাদ।। মানিকগঞ্জে দুইটি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২৮ আগস্ট) দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলার সিংগাইর ও সদর থানার দুইটি এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ওই পাঁচ মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন। এছাড়া এ সংক্রান্তে জেলা সদর ও সিংগাইর থানায় পৃথক দুইটি মামলা প্রক্রিয়াধীন।