নগর সংবাদ।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল কালিনগর এলাকা থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যে ভিত্তিতে সিংগাইরের বাইমাইল কালিনগর এলাকা থেকে ১৮ গ্রাম হেরোইনসহ ওই চারজনকে আটক করা হয়। জব্দ মাদকের বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। ওই চারজন ধীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান।