শুক্রবার ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৪
শিরোনামঃ
সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ-২০২৬ এর চূড়ান্ত অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ। নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১ রাজধানীতে দুর্বত্তদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হারিয়ে নিঃস্ব স্ত্রীসহ তিন সন্তান। রাজধানীতে র‌্যাব পরিচয়ে জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে অপহরণ -৮০ লাখ ছিনতাই। নবম তম বর্ষে- উত্তর কলকাতার পথশিল্প উৎসব রংমশাল ২০২৬ এর শুভ উদ্বোধন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ও আহতদের পরিবারকে, নিহত ২০ লাখ, আহতদের ৫ লাখ। ফতুল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির গ্রেপ্তার বি এন পি চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলায় প্রধান ৫ আসামি পলাতক। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

মানুষ তাঁর হাসির সমান সুন্দর: নিউইয়র্কে হুমায়ুন আহমেদ সম্মেলনে জাদুশিল্পী জুয়েল আইচ

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৩, ২০২৩, ৯:৫০ পূর্বাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

 

মানুষ তাঁর হাসির সমান সুন্দর: নিউইয়র্কে হুমায়ুন আহমেদ সম্মেলনে জাদুশিল্পী জুয়েল আইচ

যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ মানুষ তাঁর হাসির সমান সুন্দর, স্বপ্নের সমান বড়ো আর তার কাজের সমান সফল। গত ৭ অক্টোবর, শনিবার নিউইয়র্কের মেরি লুইস একাডেমি, জ্যামাইকায় ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলা ২০২৩ অনুষ্ঠানে এ কথা বলেন বিশ্বখ্যাত জাদুশিল্পী শিল্পী মুক্তিযোদ্ধা জুয়েল আইচ। রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় এবং শোটাইম মিউজিকের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি আরো বলেন,

No description available.

বিখ্যাত মানুষ দেখলেই সেলফোনে ছবি তোলার পরিবর্তে উল্লিখিত তিনটি অনুশীলন দ্বারা বরং নিজেই বিখ্যাত হওয়ার দিকে আমাদের সবাইকে মনোনিবেশ করতে হবে। খবর বাপসনিউজ । সকাল এগারোটায় উদ্বোধনের কথা থাকলেও তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বিকেল তিনটে থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত একটানা চলে হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলা ২০২৩ অনুষ্ঠান। দিন যত হাব্রতে থাকে ততই সম্মেলন জুড়ে হলুদ পাঞ্জাবি পরে হিমুদের আনাগোনা শুরু হয় সম্মেলন প্রাঙ্গন জুড়ে। সম্মেলনের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, জ্যোতিপ্রকাশ দত্ত, পূরবী বসু, বেলাল বেগ, জুয়েল আইচ, লুৎফর রহমান রিটন, জিনাত নবী, ফরহাদ হোসেন ও মাজহারুল ইসলাম সহ অতিথিরা দিনভর সম্মেলনে উপস্থিত ও নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

No description available.

অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরী স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।হলুদ হিমুদের পাশে মেয়েরাও হলুদ শাড়ি পরে সম্মেলনে অংশ নিয়ে সম্মেলনের পুরো হিমুময় করে তোলে। এমনকী ছোট ছোট শিশু শোররাও হলুদ পোশাকে সেজেগুজে মুলমঞ্চে চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশ নেয়। ফারজিন রাকিবা, ডা. আইনুন নাহার রলি চিত্রাঙ্কণ প্রতিযোগিতা দেখভাল করেন। নেলী ইসলাম, ছন্দা সুলতান ও শাহীন দিলওয়ারের সঞ্চালনায় স্বরচিত কবিতা ও ছড়ার আসর বসে। এবিএম সালেহ উদ্দিন পরিচালনা করেন বই পরিচিতির আসর। লেখক হুমায়ুন আহমেদ: আমার ভালো লাগা অনুষ্ঠান পরিচালনা করেন মাকসুদা আহমেদ। সহযোগিতায় ছিলেন নেলী ইসলাম। বেনজির সিকদার রচিত পুঁথি পাঠ করেন মৃদুল আহমেদ। রাইটার্স ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সদস্য সচিব খালেদ সরফুদ্দিন। হুমায়ুন সাহিত্যেের সৌরভ শীর্ষক আলচনায় অংশ নেন কৌশিক আহমেদ, জ্যোতিপ্রকাশ দত্ত ও ড. নুরুন নবী।

No description available.

সঞ্চালনা করেন মনজুর কাদের। শিশু কিশোদের অংশগ্রহণে ‘আমাদের প্রজন্ম আমাদের অহঙ্কার’ সঞ্চালনা করেন আবু সাইদ রতন। হুমায়ূন আহমেদের শিশুতোষ গল্প পাঠ ‘গল্পে গল্পে হুমায়ুন’ পর্বে গল্পদিদিমনি সাবিনা নিরু শিশুদের সাথে গল্পের আসর জমান। শিশুদের মাঝে পুরস্কারবিতরন করেন লুৎফর রহমান রিটন, জুয়েল আইচ, কৌশিক আহমেদ, ড. নুরুন নবী ও পূরবী বসু। আবৃত্তির অনুষ্ঠান সঞ্চালনা করেন জি এইচ আরজু। “গীতিকার হুমায়ুন আহমেদ’ বিষয়ে আলোচনা করেন বেলাল বেগ। সঞ্চালনা করেন শাহ ফিরোজ। মুমু আনসারী ও নাহরীন ইসলামের যুগল কন্ঠ ‘জাগো বাহে কুনঠে সবাইকে চমৎকৃত করেছে। ফরিদা ইয়াসমিন ও শামীম আরা বেগমের তত্বাবধানে ও মার্জিয়া স্মৃতির কোরিওগ্রাফিতে বাফার ক্ষুদে শিল্পীদের নৃত্য পরিবেশনা প্রশংসা কুড়িয়েছে। ‘হুমায়ুন ঘনিষ্ঠদের স্মৃতিচারন’ অনুষ্ঠান সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম।

অংশ নেন পুরবী বসু, লুৎফর রহমান রিটন, ফরহাদ হোসেন ও জুয়েল আইচ। এই পর্বে জুয়েল আইচের চমৎকার কথা ও যাদূতে দর্শকবৃন্দ বিমোহিত হন। সঙ্গীত পরিবেশন করেন চিত্রা রোজারিও, লিয়ানা মানহা, বাঁধন, তাসকিনুল হক। কৃষ্ণা তিথি, সেলিম চৌধুরী ও এস আই টুটুল। যুগলবন্দি করেন শান্তনু সাজ্জাদ ও ডা. আইনুন নাহার রলি। মেলায় নালন্দা, রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র, সময় প্রকাশন, অন্য প্রকাশ, পঞ্চায়েত, ছড়াটে সহ বিভিন্ন প্রকাশনা সংস্হা ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে। আগামী বছর তিনদিনব্যাপি হুমায়ুন সম্মেলন আয়জন এবং বাংলাদেশ থেকে আরো প্রকাশদের অংশগ্রহণের অঙ্গীকারের মধ্যে দিয়ে ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলা ২০২৩ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell