ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব কবিরুল ইসলাম বেগ এর সহ ধর্মিণী আমৃত্যু হালুয়াঘাট মহিলা পরিষদের সম্মানিত সভানেত্রী প্রয়াত লুৎফুন্নাহার কবিরের ১তম মৃত্যু বার্ষিকী। প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রয়াত লুৎফুন্নাহার কবিরের ছেলে নারায়ণগঞ্জ জেলা ট্র্যাফিক পুলিশের টিআই (এডমিন) কামরুল বেগ মমতাময়ী মায়ের মৃত্যু বার্ষিকীতে দেশবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন। গত বছরের ২৩শে আগস্ট ২০২০ইং সালে অসুস্থতা জনিত কারনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি ছেলে মেয়েসহ অনেক গুনগাহী রেখে গেছেন। এ ছাড়াও প্রয়াত লুৎফুন্নাহার কবির তিনি ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যার পর সশস্ত্র একমাত্র সাহসী প্রতিবাদকারী নারী যোদ্ধা এবং তার স্বামী বর্তমান হালুয়াঘাট আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব কবিরুল ইসলাম বেগ তিনিও তার সহযোদ্ধা হিসেবে প্রতিবাদ গড়ে তুলেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর । অলিখিত বিধি-নিষেধ দেশের মানুষের মধ্যে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল। সারাদেশে কারফিউ জারি করে রেখেছে সামরিক জান্তা, খুনিদের রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে মৃত্যু নিশ্চিত জেনেও প্রতিবাদ করে গেছেন এই নারী যোদ্ধা প্রয়াত লুৎফুন্নাহার কবির এ দেশ কখনই তার অবদান ভুলবেনা। পরিবার থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন আল্লাহ যেনো তাকে বেহেস্ত নসিব করেন,, আমিন,।