নারায়ণগন্জের আড়াইহাজার মার সাথে রান্নার করার লাকড়ি আনতে গিয়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু আরিফা আক্তার নাম ছিলো বাচ্চাটির।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গরদী এলাকায় এই ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে আইয়ুর আলীর স্ত্রী রাহিমা বেগম তার মেয়ে আরিফাকে নিয়ে লেঙ্গরদী এলাকায় একটি ইটভাটার পাশের বাগানে লাড়কি কুড়াতে যায়। একপর্যায়ে পেছনে ফিরে দেখে আরিফা নেই। পরে আশপাশের এলাকায় খোঁজ করেও কোথাও পাওয়া যাচ্ছিল না মেয়েকে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিকেলের দিকে ইটভাটার ভেতরে একটি পুকুরে ভাসমান নিথর অবস্থায় আরিফার মরদেহ উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাশ গুপ্ত জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় শিশুটির মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।