প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
মাসদাইরে চিন্হিত মাদক ব্যবসায়ী সাইদ বাহিনী চাঁদার দাবীতে ভাই ভাই গ্যারেজ ভাংচুর নগদ টাকা লুট থানায় অভিযোগ -গ্রেফতার নেই, আসামীরা বাদীকে হত্যার হুমকি দিচ্ছে
মাসদাইরে চিন্হিত মাদক ব্যবসায়ী সাইদ বাহিনী চাঁদার দাবীতে ভাই ভাই গ্যারেজ ভাংচুর নগদ টাকা লুট থানায় অভিযোগ -গ্রেফতার নেই, আসামীরা বাদীকে হত্যার হুমকি দিচ্ছে
ফতুল্লা থানাধীন মাসদাইরে ভাই ভাই অটো গ্যারেজে দবিকৃত চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সাইদ (২৫ ) তার কিশোরগ্যাং বাহিনী নিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ( ৩ জুন ) মাসদাইর গুদারাঘাট এলাকায় রাত ৯ টায় এই হমলার ঘটনা ঘটে। এ সময় গ্যারেজের মালিক মোঃ শহিদ (৩৬) পিতা মেজবাউদ্দিন জানান,সাইদ এই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সে কিছুদিন যাবৎ আমার কাছে চাঁদ দাবি করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে গত ০৩/০৬/২৩ ইং সন্ধ্যায়
অভিযুক্ত আসামি সাঈদ বাহিনীর প্রধান ১)সাঈদ সহ মাদক সেবী গং ২) তুষার ৩)নাঈম৪)কসাই শাওন ৫)রাকিব ৬)ফারুক ৭)মোক্তার ৮)সোহেল ৯)জিসান১০)মুন্না ১১)কসাই আল-আমিন আসামি গং সহ অঙ্গাত ১০/১২ জনের চাঁদা বাজ চিন্তিত মাসদাইর, পতেঙ্গা, গুদারাঘাট সহ পুরো একাকায় কিশোর গং বাহিনী ভিবিন্ন বাড়ি থেকে চাঁদা দাবি করে আদায় করছে,অভিযোগ একাধিক বিশস্ত এলাকা বাসী সুত্রে,,
কুখ্যাত মাদক ব্যবসায়ী বাহিনী গ্যারেজে এসে ম্যানেজারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা তাকে না দিলে সে ম্যানেজার ও মালিকের ক্ষতি করবে এই জায়গায় ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেয়। আহত ম্যানেজার বলে তাকে কোনরুপ চাঁদা দিবে না বলে গ্যারেজ থেকে বের হয়ে যায়। এরপর সাইদ রাত ৯ টার সময় তার কিশোরগ্যাং বাহিনী দিয়ে দেশীয় অস্র নিয়ে শহিদদের গ্যারেজে হামলা চালায়, আসামি গং গ্যারেজে থাকা ১১ টি অটো ভাংচুর করে যার ক্ষতির আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। এসময় ম্যানেজার মোঃ জাহাঙ্গীর (৩৭) তাদের বাঁধা দিলে তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় নীলাফুলা জখম করে এবং আমার ক্যাশে থাক নগদ ৩৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায় এছাড়াও তার যাওয়ার সময় অটো ড্রাইভার মোঃ ইয়াসিন (৫৫) এর ব্যবহৃত মোবাইলটিও নিয়ে যায়। এবং যাওয়ার সময় আমার যদি এই বিষয়ে কোন প্রকার মামলা করি তাহলে সবাইকে জানে মেরে ফেলবে বলে হুমকিও দিয়ে যায়। পরে ম্যানেজার আমাকে ফোন দিয়ে এসব ঘটনা বললে আমি সাথে সাথে গ্যারেজে এসে ঘটনার সত্যতা দেখতে পাই। যেহেতু ওরা খারাপ প্রকৃতির লোক তাই আমি ও আমার পরিবার ও গ্যারেজে থাকা ড্রাইভারদের নিরাপত্তার কথা চিন্তা করে ফতু্ল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ কারী ও এলাকা বাসী দাবীকরেন কুখ্যাত মাদক ব্যবসায়ী কিশোর গং বাহিনী কে জরুরি গ্রেফতার করে এলাকা বাসীকে নিরাপত্তার ব্যবস্থা করতে জেলা পুলিশ সুপার, জেলা ডি,বি, থানা পুলিশের হস্তক্ষেপ দাবী করেন
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.