নেজাম উদ্দীন-( রাঙ্গুনিয়া) চট্টগ্রাম পবিত্র মাহে রামাদানকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী বাংলাদেশ। শুক্রবার ২৮ই ফেব্রুয়ারি ইছাখালি নুরজাহান কমিউনিটি সেন্টার থেকে প্রদক্ষিণ হয়ে রোয়াজারহাট বাজার এবং রাঙ্গুনিয়া মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এই সময় আহলান সাহলান স্বাগত মাহে রামাদান স্লোগানে মুখরিত হয় কর্মীদের মুখে মুখে। মিছিল শেষে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামি আমীর মাওলানা হাসান মুরাদ তিনি বলেন- মাহে রমদানের পবিত্রতা রক্ষার জন্য সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করবো। দিনের বেলায় যত হোটেল, আছে সেগুলো বন্ধ রাখতে হবে। কোনো ব্যবসায়ী এমন কোনো কাজ করবেন না, যেটি মুসলমানদের ইমান আকিদাকে চ্যালেঞ্জ করবে।
তিনি আরও বলেন, আমরা দেখতে পাই অসাধু ব্যবসায়ীরা মাহে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। আমরা বাজার কমিটি, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বলতে চাই এবারের রমদানে বাজার মনিটরিং করুন। সাধারণ মানুষের যেন কোনো রকমের কষ্ট না হয়। আমরা সবাই মিলে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো। এই সময় উপস্থিত ছিলেন পজেলা নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি কামাল মাষ্টার এসিসট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ শাহ আলম, আ.জ.ম ওমর , শহীদুল আলম চৌধুরী, রাশেদুল আলম সহ সর্বস্তরে কর্মীবৃন্দ।