প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ
মা লক্ষ্মী’র পূজা আজ
মা লক্ষ্মী'র পূজা আজ
শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ার পর প্রথম যে পূর্ণিমা তিথি আসে সে পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয় কোজাগরী লক্ষ্মীপূজা। তিথি অনুযায়ী, আজ সোমবার (৬ অক্টোবর) কোজাগরী লক্ষ্মী পূজা।
সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ধন সম্পদের দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন। তবে দুর্গা উৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষভাবে আরাধনা করেন হিন্দুরা।
হিন্দুশাস্ত্র মতে, ধন সম্পদের দেবী লক্ষ্মীর শক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি জাগ্রত হয়ে ওঠে শারদীয় দুর্গা উৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে। তাই এ পূর্ণিমাকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাও বলা হয়ে থাকে।
কোজাগরী শব্দটি সংস্কৃত শব্দ ‘কঃ জাগর’ বা ‘কো জাগতি’ থেকে এসেছে। যেটির বাংলা অর্থ দাঁড়ায় ‘কে জেগে আছো’
সনাতন ধর্মে মনে করা হয়, এ পূর্ণিমা তিথিতেই দেবী লক্ষ্মী মর্ত্যবাসীর প্রতিটি ঘরে প্রবেশ করেন। তার ভক্তদের সৌভাগ্যের আর্শীবাদ দেন। তাই দেবী লক্ষ্মীর কৃপা পেতে ভক্তরা এ পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করেন, রাত জেগে থাকেন।
হিন্দুরা বিশ্বাস করেন, রাত জেগে আরাধনা রত ভক্তদের ঘরেই বিরাজ করেন দেবী লক্ষ্মী। এছাড়া শারদীয় প্রথম পূর্ণিমা তিথিকে মা লক্ষ্মীর জন্মতিথি মনে করা হয়। তাই সপ্তাহে প্রতি বৃহস্পতিবার হিন্দুরা লক্ষ্মীপূজা করলেও এ তিথিতে বিশেষভাবে দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.