প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৬:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৩:২৩ পূর্বাহ্ণ
মিরপুরে অগ্নিকাণ্ডের ১২ দিন পর পোড়া ধ্বংসস্তূপ থেকে অঙ্গার হওয়া স্বামীর লাশ শনাক্ত পরে স্ত্রীর লাশ মিললো ডি এন এ রিপোর্টে
মিরপুরে অগ্নিকাণ্ডের ১২ দিন পর পোড়া ধ্বংসস্তূপ থেকে অঙ্গার হওয়া স্বামীর লাশ শনাক্ত পরে স্ত্রীর লাশ মিললো ডি এন এ রিপোর্টে
ঢাকা প্রতিনিধি।।
তবে একটি পরিবার দাবি করেছে, আজ উদ্ধার হওয়া লাশটি মারজিয়া সুলতানার। একই ঘটনায় তার স্বামী জয় মিয়া আগুনে পুড়ে মারা গেছেন।
(২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সংবাদের ভিত্তিতে রূপনগর থানা পুলিশ মিরপুর শিয়ালবাড়িতে ১২ দিন আগে অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই পোশাক কারখানার তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করে।
রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সন্ধ্যার দিকে পোশাক কারখানার তৃতীয় তলার কাপড়চোপড়সহ নানা জিনিসের ধ্বংসস্তূপ ও একটি টেবিলের নিচ থেকে পুড়ে অঙ্গার লাশ উদ্ধার করা হয়। যতটুকু জানা গেছে, এটি একজন নারীর লাশ। একই ঘটনায় তার স্বামীও মারা গেছেন। তবে স্বামীর লাশ শনাক্ত করে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। পরিবার অপেক্ষায় ছিলেন স্ত্রীর লাশের জন্য।
পুলিশ কর্মকর্তা আরও জানান, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬টি লাশ ডিএনএ পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ উদ্ধার হওয়া লাশ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭। এই লাশও ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মারজিয়া সুলতানার বাবা সুলতান মিয়া জানান, তাদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লা গ্রামে। স্বামী জয় মিয়ার সঙ্গে একই গার্মেন্টসে চাকরি করতেন মারজিয়া। ঘটনার পর জয়ের লাশ পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন মারজিয়া। বারবার পুলিশের কাছে জানানো সত্ত্বেও কোনো ফল পাওয়া যায়নি।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.