মুন্সিগঞ্জের শ্রীনগরে ‘বিকাশ গ্রুপের’ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ
nagarsangbad24
প্রকাশিত: নভেম্বর, ২৯, ২০২৪, ২:০৪ পূর্বাহ্ণ
১০৫ ০৯ বার দেখা হয়েছে
মুন্সিগঞ্জের শ্রীনগরে ‘বিকাশ গ্রুপের’ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ
মুন্সিগঞ্জ প্রতিনিধি।।
মুন্সিগঞ্জের শ্রীনগরে বাঘড়া এলাকায় আগ্নেয়াস্ত্রসহ ‘বিকাশ গ্রুপ’ নামে একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ান শুটারগানসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন রাহাত তালুকদার ও বায়েজিদ তরিকুল ইসলাম।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুমউদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেকের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে অপরাধীদের বিরুদ্ধে মামলা হয়েছে।