প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১:০৩ পূর্বাহ্ণ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে শেখরনগর পালপাড়া দূর্গামন্দিরে মাদকবিরোধী আলোচনা সভা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে শেখরনগর পালপাড়া দূর্গামন্দিরে মাদকবিরোধী আলোচনা সভা
- প্রতিবেদনে-১ মাহবুব আলম, রিপন এবং মেহেদী: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম বিসিআরএফ এর একটি চৌকস অনুসন্ধানী সংবাদকর্মী টিম
মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভিন্ন কর্মসূচি পর্যালোচনা ও সরেজমিনে অনুসন্ধানে জানিয়েছেন যে ,অদ্য০৭ই ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান পালপাড়া দূর্গামন্দিরে "একনাম কীর্ত্তন এ মাদকবিরোধী আলোচনা সভা" করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর পরিদর্শক জনাব শিবনাথ কুমার সাহা। তিনি একজন দক্ষ পরিদর্শক হিসেবে মুন্সিগঞ্জ এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নানা কার্যক্রম গ্রহন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়ত। একটাই কথা মাদককে না বলুন। মাদক একটা সমাজের নোংড়া অধ্যায় । (২) প্রতিবেদন-২ পাশাপাশি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার মাদক সেবনের দায়ে ০২ জনকে মোবাইল কোর্টে সাজা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযান: ০৭ ফেব্রুয়ারী, ২০২৪ ইং তারিখে বিজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাব্বির আহমেদ মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ মোবাইল কোর্ট টিম গঠন করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিরাজদিখান থানাধীন মধ্য ইছাপুরা গ্রামের বাসিন্দা মোঃমামুন ব্যাপারী (৪২) ও আবিরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ছানাউল্লাহ (৫২) নামের ০২ (দুই) জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে অভিযুক্ত করে মোবাইল কোর্টের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় ১০০/- (একশত) টাকা অর্থদন্ড ও ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। অপর একটি মাদক বিরোধী অভিযানে সিরাজদিখান থানাধীন বাসাইল ইউনিয়নের রঙ্গমালিয়া গ্রামের মোঃসাগর (২৮) এর বসতঘরে অভিযান করে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর পরিদর্শক জনাব "শিবনাথ কুমার সাহা" বাদী হয়ে একটি নিয়মিত মামলাও দায়ের করেন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.