বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে পশ্চিম মুক্তারপুরের এলাকায় জেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান শুরু হয়। ভেকু দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঢাকা-মুক্তারপুর-মুন্সিগঞ্জ সড়কের পাশের প্রয়োজনীয় জমির অধিগ্রহণের পর উন্নয়ন কাজও পুরোদমে শুরু হয়েছে। কিন্তু নোটিশ দেওয়ার পরও প্লাস্টিক কনসার্ন প্রাইভেট লিমিটেড এবং পিডি লাইট স্পেশালিটি কেমিক্যালস লিমিটেড নামের দুটি কোম্পানি সরকারি সম্পত্তি খালি না করে অবৈধভাবে দখল করে রাখে। পরে আদালতের আদেশ অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, পশ্চিম মুক্তারপুরের এ এলাকাটিতে প্রায় ৭০ শতাংশ সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে রাখা হয়েছিল। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি টাকা।