প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ১০:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ১১:৫৫ অপরাহ্ণ
মুন্সিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানার সমর্থকদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
মুন্সিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানার সমর্থকদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
মুন্সিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানার গোপন তথ্য ফাঁস ও সমর্থকদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন ইউএনওর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর মুন্সিগঞ্জে প্রার্থীর মনোনয়নপত্রের ভোটার স্বাক্ষর, গোপন তথ্য ফাঁস ও সমর্থকদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মুন্সিগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা। শনিবার (২ ডিসেম্বর) মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে সোহানা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন পত্রের সঙ্গে আমি এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত কাগজ দাখিল করি। গতকাল (১ ডিসেম্বর) তালিকা যাচাই-বাছাইকালে আমার সমর্থিত ভোটারের মধ্য থেকে ১০ জনকে নির্ধারণ করা হয়। উক্ত ১০ জনের তথ্য গোপন রাখার পরিবর্তে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান নির্বাচন প্রতিপক্ষ চক্রের কাছে তুলে দেন। পরে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান ওই তালিকা ধরে সেসকল ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি আমার পক্ষে স্বাক্ষর দেওয়ার কারণে তাদের মৃত্যুর হুমকিও দেন। এমনকি তাদের পরিবারের সদস্যদের মৃত্যুর হুমকি প্রদান করা হয়। তিনি আরও বলেন, আসনটির নৌকার প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির বিভিন্ন সমর্থকরা দুই উপজেলায় তার সমর্থকদের মারধর করেছেন। যেন তার পক্ষে কাজ করতে না পারে। মূলত তিনি যেন নির্বাচনে অংশ নিতে না পারেন তার জন্যই ত্রাস সৃষ্টি করা হচ্ছে। প্রতিকার চেয়ে মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেছেন। এ বিষয়ে যথাযথা ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। তবে বিষয়টিকে মিথ্যা এবং বানোয়াট দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান মুঠোফোনে জানান, নির্বাচনের তথ্য সংক্রান্ত বিষয়ে আমার সঙ্গে কোনো প্রার্থীর কথা হয়নি। তিনি অসত্য তথ্য দিয়েছেন। ভয়ভীতির অভিযোগ অস্বীকার করে উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান সাংবাদিকদের বলেন, আমি ছোটবেলা থেকে আওয়ামী লীগের রাজনীতি করি। এখনো নৌকার পক্ষে কাজ করছি। আমার অবস্থানের কারণেই হতো আমার বিরুদ্ধে এমন অভিযোগ করেছে। আমি মারধর ভয়ভীতির কাজ করিনি। এ বিষয়েতো আমি জানিই না। সোহানা তাহমিনা মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি মুন্সিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিচ্ছেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.