প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ
মুরাদনগরে সম্পত্তি নিয়ে ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই ও বোন সহ তিন ভাগিনার আঘাতে-খায়ের উদ্দিন মৃত্যু শয্যায়
নগর সংবাদ নিউজ ডেস্ক।।
মানবতা আজ কোথায়??? মুরাদনগরের কামাল্লা গ্রামে বড় দুই ভাই এর সম্পত্তি নিয়ে ঝগড়া থামাতে গিয়ে নিরপরাধ ছোট ভাই খায়ের উদ্দিন এর মাথা ফাটিয়ে দিলো বড় এক ভাই ও বোন সহ তিন ভাগিনা। অসহায় ভিকটিম কামাল্লা ফকির বাড়ির মৃত আবুল হাসেম মিয়ার ছোট ছেলে অসহায় গরীব খায়ের উদ্দিন (৩৫) এখন মৃত্যুর মুখোমুখি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের ICU তে চিকিৎসাধীন অবস্থায় আছেন আজ চার দিন এখনো জ্ঞান ফিরেনি, গতকাল তার অপারেশন হয়েছে, মাথার খুলি /বাটি ভেংগে টুকরো টুকরো হয়ে মগজের মধ্যে বিধেছে, ব্রেইনে প্রচুর আঘাত খেয়েছে কখন জ্ঞান ফিরে কেউ জানেনা বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এদিকে অসহায় গরীব ভিকটিম খায়ের উদ্দিন এর বসত বাড়ির সর্বশেষ দুই শতাংশ জায়গা বিক্রি করে এতোদিন চিকিৎসা চালিয়েছেন, অলরেডি প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়ে গেছে। বাকি চিকিৎসা কিভাবে করবেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। তারপর ও অপরাধীরা কেউ তাকে এক নজর দেখতেও আসেনি বা কোন খোজ খবর ও নেয়নি। গ্রামের কোন সমাজকর্মী বা দায়িত্বশীল সুশীল সমাজের ব্যক্তিরা ও এগিয়ে আসেনি। এদিকে খায়ের উদ্দিন এর স্ত্রী দুটি কন্যা সন্তান এর জননী রাশিদা বেগম খুব অসহায় হয়ে পরেন। এমতাবস্থায় মুরাদনগর উপজেলার সর্বসাধারণের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছেন ভিকটিম খায়ের উদ্দিন এর স্ত্রী। আপনাদের সবার দোয়া ও সহযোগিতায় বেচে যেতে পারে একটি অসহায় প্রান একজন অসহায় পিতা একজন এতিম মেয়ের স্বামী। মানুষ মানুষের জন্য।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.