নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে পৃথক অভিযানে এক জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ১১ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মা ইলিশ রক্ষায় ভোলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালিত হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে দৌলতখানে এক জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য উপজেলায় জাল ও মাছ জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে টহলে রয়েছে স্থানীয় প্রশাসন।