নগর সংবাদ।।চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।
রোববার (২২ মে) বিকেল ৫টার দিকে পুরানবাজার হরিসভা মন্দিরের সামনে মেঘনা নদী থেকে মরদহেটি উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হবে।