প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২১, ২:৪৫ পূর্বাহ্ণ
মেট্রো হল অবৈধ বাস স্ট্যান্ডে বাদশা গাড়িতে শ্রমিক নেতা নামধারী মনির, শাহিন, হিরা,আলমগীর,জুয়েল, মমিন ,বজলুর জমজমাট জুয়ার আসর
নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর শীতল কাউন্টার সংলগ্ন অবৈধ স্ট্যান্ডে অবৈধ গাড়ি রেখে (বাদশা নামক গাড়িতে) নারায়ণগঞ্জ বাস ,মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নামধারী নেতা জুয়েল, মনির প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট জুয়ার আসর চালাচ্ছে ।এই জুয়ার আসরে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা জুয়া খোলা হয় ।এই জুয়ার আসর পরিচালনা করেন ।কথিত শ্রমিক নেতা নামধারী জুয়ারিরা ,জুয়ার বোর্ড বসিয়ে লক্ষ টাকা অবৈধ ভাবে আদায় করছে ।এই জুয়ার বোর্ড পরিচালনা করেন কথিত নেতা জুয়েল ,মনির ,শাহিন ,আলমগির ,বজলু ,মমিন ,হিরা সহ ১০/১৫জনের দল ।
বর্তমানে জুয়ার বোর্ড বন্ধ থাকায় জুয়ারিরা মেট্রো হল সংলগ্ন বাস,মিনিবাস শ্রমিক সমিতি নামধারী নেতা -জুয়েলের কাছে আসে জুয়েল সহ ১৫জন নিয়ে যায় বাসে এতে পুলিশ প্রশাসন জানতে পারে না বাসের মধ্যে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হচ্ছে ।জুয়া খেলায় হেরে গিয়ে চিল্লাচিল্লি করে সমাজ কে ধংসে ধাবিত করছে ।এতে অবৈধ উপায়ে টাকা আয় করছে শ্রমিক নামধারী জুয়েল ,মনির বাহিনী পুলিশের নজর প্রয়োজন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.