প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৩:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ
ময়মনসিংহে বাবার মৃত্যু রাতে -সকালে মেয়ে পরিক্ষা দিতে কেন্দ্রে।
নগর সংবাদ।। সৌদি আরবে ফুসফুসে জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাবা। সে শোক নিয়ে সকালে এসএসসি পরীক্ষা দিয়েছে ময়মনসিংহ গৌরীপুরের আফরিন জাহান লিজা। সোমবার (২২ নভেম্বর) উপজেলার খৈরহাটী এনকে (নরেন্দ্র কান্ত) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জীববিজ্ঞান পরীক্ষায় অংশ নেয় সে। আফরিন জাহান লিজা সহনাটী ইউনিয়নের সহনাটী দক্ষিণ পাড়া গ্রামের আলাল উদ্দিনের মেয়ে। সে এবার উপজেলার গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর আগে রোববার সন্ধ্যায় ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের একটি হাসপাতালে মারা যান আলাল উদ্দিন (৪০)। স্থানীয় ও স্বজনরা জানান, আলাল উদ্দিন দীর্ঘ ৯ বছর মালয়েশিয়ায় কর্মরত ছিলেন।
প্রবাস জীবন শেষে দেশে এসে তিন বছর থাকেন। পরে তিনি আবার সৌদি আরব চলে যান। সেখানে নানা রোগে আক্রান্ত হন। সম্প্রতি ফুসফুসে পানি জমাসহ নানা কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। সৌদি আরবে কর্মরত আলাল উদ্দিনের ভাগ্নে রুবেল মিয়া বলেন, বেশ কিছুদিন ধরে তিনি ফুসফুসের ব্যথা অনুভব করছিলেন। তার ফুসফুসে পানি চলে এসেছে ও খাদ্যনালী শুকিয়ে গেছে বলে চিকিৎসকরা জানান। এমতাবস্থায় অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুজ্জামান ফকির বলেন, মেধাবী ছাত্রী লিজা। তাই বাড়িতে এক শিক্ষক পাঠিয়ে পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছে। তার বাবার মৃত্যুতে আমরা শোকাহত।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.