প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২২, ৯:৩৩ অপরাহ্ণ
যাত্রাবাড়ী থেকে ফেনসিডিলসহ মাদক বিক্রেতাকে গ্রেফতার
নগর সংবাদ।। রাজধানীর যাত্রাবাড়ী থেকে ফেনসিডিলসহ মো. আল আমিন (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (০১ মার্চ) সকালে সায়েদাবাদ এলাকায় ৩০৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন আল আমিন।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান বলেন, আল আমিন একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৩টি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতার আল আমিনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.