গাজীপুর ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে গাজীপুর মহানগর নগরীর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে আওয়ামী যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। বিকাল ৩টাই যুব সমাবেশ ও আলোচনা সভায় যোগদান করার জন্য নেতৃত্ব আছিলেন মোঃ ফয়সাল আহমেদ, সভাপতি পদপ্রার্থী ১৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগর। ফয়সাল আহাম্মেদ সাক্ষাৎকারে বলেন, যুদ্ধবিধ্বস্ত নবজাতক বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতা চেয়েছিলেন “সোনার মানুষ”। যুবলীগ নেতাকর্মীদের সেই সোনার মানুষ হতে হবে। দেশের যুব সমাজকে সোনার মানুষ রূপে গড়ে তুলতে বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মণি যুবলীগ গঠন করেন। দেশের অর্থনৈতিক মুক্তি ও অবকাঠামোগত উন্নয়ন কাজে ঐক্যবদ্ধ যুব সমাজ দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখবে—এমনটিই ছিল যুবলীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তিনি বলেন, আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। সেই লক্ষ্য নিয়েই যুবলীগ কাজ করে যাচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন, শাহ্ সুলতান আতিক মাহমুদ, এড. নূরনবী সরদার,আলমগীর হোসেন, ওবায়দুল, আশিক, এরশাদ, শামীম,সাক্ষাৎকারের শেষে তিনি বলেন আমরা আগামী দিনের প্রজন্ম।আগামী দিনগুলোতে যেন যুবলীগের উন্নয়নের জন্য কাজ করে যেতে পারি সেই দোয়া চান।