যুবলীগ নেতা শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ (৪৮)'র বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় প্রতারণার মামলা করেছে কাইফ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক মাহমুদুর রহমান স্বপন।
সোমবার (৯ মে) মাহমুদুর রহমান স্বপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শাহ ফয়েজ উল্লাহ অজ্ঞাত আততায়ীর হাতে নিহত জেলার শীর্ষ সন্ত্রাসী মাকসুদের শ্যালক।
মামলায় উল্লেখ্য করা হয়, শহরের জামতলার ৩/১ আঃ রহমান সড়কের আলহাজ্ব মোঃ শাহজাহানের পুত্র শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ তার মালিকানাধীন ৭ শতাংশ জমি ডেভেলপ করাতে সম্মত হয়ে তাদের সাথে আলোচনা করে। এক পর্যায়ে বাদীকে জমি দেখায় এবং কাগজপত্র প্রদর্শন করেন। এর পরিপ্রেক্ষিতে একটি চুক্তিনামা দলিল সম্পাদনের মাধ্যমে বাদী শাহ ফয়েজকে ৮ লাখ টাকা প্রদান করে। ভবন নির্মানের অংশীদারী চুক্তিপত্র দলিলে উল্লেখ ছিলো প্রতিষ্ঠানের সাথে চুক্তির তারিখ হইতে পরবর্তী ৩ মাসের মধ্যে কাইফ ডেভেলপমেন্ট লিঃ প্রতিষ্ঠান বরাবর বিশেষ ক্ষমতাযুক্ত রেজিস্ট্রিকৃত আম-মোক্তার নামা দলিল প্রদান করিবেন এবং জমির সমস্ত কাগজপত্রসহ দলিলাদি বুঝিয়ে দিবে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও শাহ ফয়েজ উল্লাহ প্রতিষ্ঠানের বরাবরে বিশেষ ক্ষমতাযুক্ত রেজিস্ট্রিকৃত আম-মোক্তার নামা দলিল সম্পাদন না করে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে বাদী ফয়েজের বরাবর একটি আইনি নোটিশ পাঠায়। কিন্ত ফয়েজ সেটা গ্রহন করেনি। বরং কয়েকদিন পূর্বে ফয়েজ উল্লাহ ফয়েজ প্রতিষ্ঠানে গিয়ে টাকা দিবে না বলে বাদীকে হুমকি প্রদান করে আসে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।