প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ
যে আসনে জোটের প্রার্থী থাকবে সেখানে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নিবে -(জাসদ)সভাপতি হাসানুল হক ইনু।
যে আসনে জোটের প্রার্থী থাকবে সেখানে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নিবে -(জাসদ)সভাপতি হাসানুল হক ইনু।
ঢাকা প্রতিনিধি।।তিনি বলেন, যে কোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে। বন্ধুদের মধ্যে দর কষাকষি হয়, মন কষাকষি হয়, তাহলে শেষ বিচারে হাসিমুখে উঠে যাবো। দিনের শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাবো। যেখানে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী উঠে যাবে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর রাজধানীর ইস্কাটনের বাসায় বৈঠক শেষে এসব কথা বলেন হাসানুল হক ইনু। আরও পড়ুন: ‘আমি ষড়যন্ত্রের শিকার, তবে কার ষড়যন্ত্র বলবো না’ তিনি আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং রাতের খাবারের মধ্যদিয়ে এ বার্তা পরিষ্কার হয়েছে যে, জোট আছে। জোট একসঙ্গে নির্বাচন করবে। আসন ভাগাভাগির বিষয়টা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হবো। জাসদ সভাপতি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে দলীয় কৌশল কী হবে তা বিবেচনা করার জন্য আমরা শেখ হাসিনাকে বলেছি। আরও সময় আছে আলোচনা করে দেখবো। প্রার্থীরা নৌকা মার্কায় নির্বাচন করবেন। ইনু বলেন, কেউ প্রত্যাহার করে নিলে আচরণবিধি ভঙ্গ হয় না। তা করার জন্য যার যার দল তার প্রার্থীকে অনুরোধ করতে পারে। সুতরাং এ ব্যাপারে আমি মনে করি না মনোমালিন্য কিছু হবে। দলীয় কৌশলগত সিদ্ধান্ত কীভাবে কার্যকর করবে শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.