বৃহস্পতিবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১:৫২
শিরোনামঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে দুই হাজার ৩১৩টি মামলা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন-(আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা নীলফামারীতে ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন West Bengal INTTUC Trinamool Congress calls for protest and sit-in against Bengali speakers রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দালাল চক্রের ৪ জন আটক -বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি সম্পত্তির তথ্য গোপন স্ত্রীর ধমক বঙ্গ গৌরব সম্মান ২০২৫”মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘দ্রুত দেশে ফিরবেন-লুৎফুজ্জামান বাবর। পটুয়াখালীতে দুই শিশুকে “বদজ্বিন ভর করেছে”ভয় দেখিয়ে গভীর রাতে ধর্ষণ-থানায় মামলায় গ্রেফতার জামিনে এসে মামলা তুলে নিতে হুমকি আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যোগ্য না হলে কেউ আপনাকে সুযোগ দেবে না-আফরান নিশো।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩, ২০২১, ১:১৮ পূর্বাহ্ণ
  • ৬৩৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।যোগ্য না হলে কেউ আপনাকে সুযোগ দেবে না-আফরান নিশো।দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বৈচিত্র্যময় চরিত্রে হাজির হয়ে তিনি দুই বাংলার দর্শকের মন জয় করেছেন। মুগ্ধতা ছড়িয়ে কাজ করে যাচ্ছেন নিয়মিত। এই জনপ্রিয় অভিনেতাকে সম্প্রতি পাওয়া গেল উত্তরার তিন নম্বর সেক্টরের একটি শুটিং হাউজে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের একটি নাটকে শুটিং করছেন। সহশিল্পী মামুনুর রশীদ, শিল্পী সরকার অপু ও মেহজাবিন চৌধুরী।

শুটিংয়ের ফাঁকে পাওয়া গেল নিশোকে। আন্তরিকতা নিয়ে কুশলাদি সারলেন। নিজেই জানতে চাইলেন কী খবর, কেমন চলছে শোবিজ। আলাপের শুরু। গল্পে গল্পে অনেক কথা বললেন। নিজের সাম্প্রতিক কাজ,
অভিনয় নিয়ে তার সমকালীন ভাবনার কথা।

তাকে বেশ আগ্রহী দেখা গেল ওটিটি প্লাটফর্মগুলোর কাজ নিয়ে। সম্প্রতি শিহাব শাহীনের ‘মরীচিকা’ ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা পেয়েছেন। নেতিবাচক চরিত্রে তার অভিনয় দর্শক উপভোগ করেছেন মন খুলে। বললেন, ‘অভিনয় তো করছিই। এটা পেশা। তবে কিছু বিষয় থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। যেমন খুবই অল্প সময়ে আমাদের যে নাটক করার প্রবণতা তা ত্যাগ করতে চাই।

দেখা যায় কোনো একটা ইভেন্ট আসলে আমরা একসাথে অনেক কাজ করে ফেলি। তাড়াহুড়ো করতে গিয়ে এই কোভিড সিচুয়েশনে অনেক সময় দেখা যায় স্বাস্থ্য সচেতনতার কথাও ভুলে যাই। একটু সময় নিয়ে নির্মাণ হয় এমন কাজে মন দেবো। মানের সঙ্গে কোনো আপোষ করতে চাই না। সেদিক থেকে ওয়েব প্লাটফর্মের জন্য যে কাজগুলো হচ্ছে সেগুলোতে বেশ যত্নের ছাপ দেখা যায়।’

তবে কি ওয়েব সিরিজের কথা বলছেন, এখানেই বেশি নিয়মিত হতে চান? এমন প্রশ্নের জবাবে নিশো বলেন, ‘আমাদের এখানে নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, ওয়েব অরিজিনাল বিভিন্ন নাম দেয়া হয়েছে। সবই ফিল্ম। কোনোটা বড় সময়ের, কোনোটা ছোট। আমি ভালো ও চ্যালেঞ্জিং কাজগুলোতে যুক্ত থাকতে চাই। যা দর্শককে উপভোগের আনন্দ দেবে।

ওয়েব সিরিজের ট্রেন্ড এখন। ভালো গল্প ও চরিত্র পেলে ওয়েব সিরিজে মনযোগ দিতে দোষ কোথায়। ‘মরীচিকা’ র পর শিহাব শাহিন ভাইয়ের আরও একটা ওয়েব সিরিজে কাজ নিয়ে এরইমধ্যে কথা চলছে। আরও কয়েকটা ওয়েব সিরিজের কাজ নিয়ে কথা হচ্ছে। আসলে এই প্লাটফর্মে বাজেটটা বেশি থাকে। পরিচালক সময় নিয়ে বড় পরিসরে সৃষ্টিশীলতা দেখানোর সুযোগটা পান। একজন শিল্পীর জন্যও এটা খুব জরুরি।’

‘আমি ভিউ নিয়ে চিন্তা করি না। চিন্তা করি কাজের মানটা ভালো হলো কি না। কাজ ভালো হলে দর্শক সেটা ভালোভাবে গ্রহণ করে। তখন ভিউ তো এমনিতেই আসবে’- যোগ করেন ছোট পর্দায় এ সময়ের সবচেয়ে দামি অভিনেতা আফরান নিশো।

নিশো ভাবছেন পরিবারকে সময় দেবেন এবার নিয়মিত। বছরজুড়ে শুটিং নিয়ে এতোটাই ব্যস্ত থাকতে হয় যে ইচ্ছে করলেও ব্যক্তিগত সময় খুব একটা বের করা যায় না। তাই নিজেকে খানিকটা ফ্রি রাখতে চাইছেন এই অভিনেতা। নিশোর ভাষ্যে, ‘আগের তুলনায় কাজের সংখ্যা কমিয়ে আনবো। সপ্তাহে কিছুটা সময় পরিবারকে দিতে চাই।’

ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে যে টিকটক বা লাইকিতে যাদের ফ্যান ফলোয়ার বেশি তাদের নিয়ে বড় নির্মাতারা কাজ করতে চাচ্ছেন। এ প্রসঙ্গটা আসতেই মুচকি হাসলেন আফরান নিশো। খানিকটা রক্ষণাত্মক ভঙ্গিতেই বললেন, ‘এই ব্যাপারে কথা বললে অনেক কথাই বলতে হবে। হয়তো কারো পক্ষে যাবে বা কারো মন খারাপ হবে। আমার কথা স্পষ্ট। যার যোগ্যতা আছে সে টিকে থাকবে। অভিনয় দক্ষতা থাকলে কেউ আপনাকে ছুঁড়ে ফেলতে পারবে না।

আপনি যেখান থেকেই আসুন না কেন, যোগ্য না হলে কেউ আপনাকে সুযোগ দেবে না। এখন অনেক মাধ্যম, অনেক সুযোগ, অনেক মানুষ। যে নিজেকে প্রমাণ করতে পারবে সেই এগিয়ে থাকবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell