নগর সংবাদ।।ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করে পুত্র সন্তানসহ বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ফতুল্লা থানার পাগলা শাহী মহল্লা আমতলা এলাকায়।
এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ রাবেয়া আক্তার বিথী (৩০) বাদী হয়ে স্বামী শ্যামল (২৮) সহ শ্বশুড় সিরাজ সিকদার (৬৫),শ্বাশুড়ি নাসিমা বেগম (৬০) ও স্বামীর বড় ভাই সবুজ শিকদার (৩৫) কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়,নয় বছর পূর্বে ফতুল্লা থানার পাগলা শাহী মহল্লার আমতলীর শ্যামলের সাথে বাদীর বিয়ে হয়ে। তাদের সংসারে শুভ(৬) নামক একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে অপর আসামীদের যোগসাজশে বাদীর স্বামী শ্যামল পাঁচ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিলো। দাবীর পরিপ্রেক্ষিতে বাদী তার নিজ অর্থায়নে স্বামীর জমিতে বাড়ী নির্মান করে বসবাস করে আসছে। তারপরেও পাঁচ লাখ টাকা চাঁদার দাবীতে আসামীরা তাকে প্রায় সময় শারীরিক এবং মানসীক ভাবে নির্যাতন করে আসছিলো।এরই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারী মাসের ২৩ তারিখ সকাল নয়টার দিকে স্বামী শ্যামল অপর আসামীদের যোগসাজসে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবীতে তাকে বেদড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে তার ছয় বছর বয়সী পুত্র শুভ সহ বাদী কে বাসা থেকে বের করে দেয়।এ সময় তার স্বামী সহ অপর আসামীরা তার সাথে থাকা পাঁচ ভরি আট আনা ওজনের স্বর্নালংকার খুলে রেখে দেয় এবং তার ড্রয়ারে থাকা সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসালম জানান, অভিযুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।