শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মৃতের শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রংপুর নগরীর নীলকণ্ঠ এলাকায় টিনা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত টিনা নগরীর পশ্চিম নীলকণ্ঠ এলাকার মৃত আব্দুস সাত্তারের মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, টিনা মাঝে মাঝে দেরি করে ঘুম থেকে ওঠেন। তবে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা বেজে গেলেও ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। এতে সড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে রুমে ঢুকে টিনাকে ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টিনার মরদেহ উদ্ধার করে।
তরুণীর ভাই বাবু জানান, বেশ কয়েকদিন ধরে তিনি ডিপ্রেশনে ছিলেন। সেই কারণে এমন ঘটনা ঘটতে পারে। এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।