প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২২, ১০:৫৮ অপরাহ্ণ
রত্নগর্ভা মা জননীর কবিতা,,,, “আশুরার চাঁদ” , ‘হেলেনা খবির’
রত্নগর্ভা মা জননী রত্নগর্ভা মা জননী রত্নগর্ভা মা জননী
আশুরার চাঁদ
হেলেনা খবির
আকাশে ওঠে আশুরার চাঁদ, তাকে দেখিয়া কাঁদে লাখো মুসলমান।
নির্মমভাবে হত্যা করে কেঁড়ে নিল ইমাম হুসাইনের প্রাণ, কারবালার ময়দান।
আব্বাস ইসলামের ঝান্ডা হাতে নিয়েছিল, তাই কি ছিল তার অপরাধ?
সেইজন্য নির্মমভাবে হত্যা করে নিল তার প্রাণ।
মা কান্দে ছেলে হারায়া, সন্তান কান্দে পিতা হারায়া, নারী কান্দে স্বামী হারায়া।
পৃথিবী আছে যতদিন, এই স্মৃতি রবে ততদিন, পৃথিবীতে আশুরার চাঁদ উঠিবে যতদিন ইসলাম কাঁদিবে ততদিন।
শহিদদের প্রতি আমার হাজার সালাম।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.