রবীন্দ্র ওয়াকুয়া ভবনে সংশোধনাগার আবাসিকদের নিয়ে এক নৃত্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন-অনুষ্ঠানপরিচালনা করেন তুহিনা সেনগুপ্ত।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
আজ ৩ রা সেপ্টেম্বর ২ রা সেপ্টেম্বর, 2025 , মঙ্গলবার রবীন্দ্র ওয়াকুয়া ভবনে ডিডি ব্লকে সল্টলেক সেক্টর ওয়ান বিধান নগর কলকাতা ৭০০০৬৪ প্রাঙ্গণে দমদম সংশোধনাগারে আবাসিকদের নিয়ে এক চম ক চমক পদ অনুষ্ঠানের
দীর্ঘদিন অন্ধকার জগতে থাকা সত্ত্বেও তাদের গুণের প্রতিভা ফুটিয়ে তুলল এই অনুষ্ঠানে। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তুহিনা সেনগুপ্ত বিশ্ব বার্তা ফাউন্ডেশন
এর সভাপতি এবং তার পিতা লেখক ও সাহিত্যিক ডক্টর মানস কুমার সেনগুপ্ত মহাশয়।
তিনি একটি বই লিখেছেন “অপ্রকাশিত” এই বইটি শুভ উদ্বোধন হলো ।
তুহিনা দি যে এরকম একটা সুন্দর চৌদ্দ জন আবাসি ভাইদের নিয়ে একটি অনুষ্ঠান করলেন
সেই ভাইদের যে লুকোনো প্রতিভা বাইরে নিয়ে এলেন এটা এক অপূর্ব দৃশ্য
এবং পিতা এবং কন্যা দুজনেই এই প্রোগ্রামের কর্ণধার। সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি শান্তি দাস মহাশয় ,
স্যার চিরন্তন ভাদুড়ি, ফাউন্ডেশনের অনির্বাণ সামন্ত , ওসি দেবাশীষ ঘোষ, এছাড়াও বিশ্ব বার্তা ফাউন্ডেশন এর প্রতিটি সদস্য উপস্থিত ছিলেন এই মহান অনুষ্ঠানে।
মঞ্চে সকল অতিথি বর্গকে উত্তরীয় ও ব্যাচ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন । “অপরাধকে ঘৃণা কর, অপরাধী কে নয়”। মহাত্মা গান্ধীর এই মনো মুগ্ধকর বক্তব্যটি কারাগারের বন্দীদের কঠোর শাস্তি দেওয়ার বিরুদ্ধে ছিল।
তিনি সমাজকে একজন অপরাধীর মনস্তত্ত্ব এবং সেই উপাদানটি কি যা একজন প্রকৃত মানুষকে অপরাধীতে পরিণত করে তা বোঝার দাবি করেছিলেন।
কেউ জন্ম থেকে অপরাধী হয় না। পরিবার-পরিবেশ থেকে ছোট্ট ছোট্ট আঘাত একদিন বড় আকারের অপরাধী রূপ রূপ নেই। আমরা প্রতিটা মানুষই কিছু না কিছু অপরাধ করি।
তাই এই তুহিনা ম্যাডাম এই চোদ্দ জন আবাসিক ভাইদের নিয়ে এরকম একটি সুন্দর অনুষ্ঠান করলেন। তাদের ভেতরে যে লুকিয়ে থাকা প্রতিভা বা গুন এই মঞ্চে প্রকাশ হলো, এবং প্রতিভা আলোর বিকাস হলো । সেটাই আমরা এই মঞ্চে দেখতে পেলাম তারা কিভাবে সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন ,
সেই গলার আওয়াজ সকল দর্শকবৃন্দ মুগ্ধ হয়ে গেছেন। তারপরে দেখলাম নৃত্য, ভাষা দিয়ে বোঝানো যাবে না কি অপূর্ব নৃত্য প্রদর্শন করেছেন, অবশেষে লাঠি খেলায় সেটাও ভীষণভাবে মানুষের মনকে আকর্ষণ করেছে। আগামী দিনে এই 14 জন ভাই তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারে,
আমরা এই আশাই রাখি। কুর্নিশ জানাই এই ১৪ জন ভাইদের। শান্তি ম্যাডাম তার বক্তব্যে বলেছেন তার ছেলেদের পারফরম্যান্স খুব ভালো, ওদের মধ্যেও যে ট্যালেন্ট আছে চারিদিকে ছড়িয়ে পড়ুক।
আগামী দিনে এরা সুস্থভাবে ভালোভাবে জীবন যাপন করুন এবং সমাজও যাতে তাদেরকে ভালোভাবে ফিরিয়ে নেয় ওরা যেন ভালোভাবে মূল স্রোতে ফিরতে পারেন।
নরমাল জীবন যাপন করতে পারেন, কোনভাবেই ওদের পরিবারের পানিশমেন্ট না করে। ওই 14 জন ভাইদের মুখেই জানা যায় যে শান্তি ম্যাম ওদের মা। মায়ের হয়ে দায়িত্ব-কর্তব্য পালন করে চলেছেন। তিনি সন্তানদের ভীষণভাবেই ভালোবাসেন। শান্তি ম্যাডাম আগামী দিনে এইভাবেই সব সন্তানদের ভালোবেসে জানুন। আমরা মিডিয়ার বন্ধুদের তরফ থেকে কুর্নিশ জানাই
এরকম শান্তি ম্যামের মতন প্রতিটি মানুষ যেন ঘরে ঘরে জন্মায়। তার সঙ্গে তুহিনা সেনগুপ্তর ম্যাডাম ও যেন প্রতি ঘরে ঘরে জন্মায়।
এই ভাবেই তুহিনা ম্যাডাম সকল মানুষকে নিয়ে পথচলা শুরু করুন এবং সকল অসহায় মানুষের এইভাবেই পাশে আছেন এবং আগামীদিনেও থাকবেন।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””