রাঙ্গুনিয়া শিলক ইউনিয়নে আল্লামা সাঈদী স্মৃতি সংসদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি শিলক শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এই তাফসিরুল মাহফিল আয়োজন করা হয়। শিক্ষক এম. খুরশীদ আলমের সঞ্চলানায়, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তজার্তিক ইসলামি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ, শাহ আলম চৌধুরি ডিগ্রি কলেজের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার কাজী মোহাম্মদ ইরফানুল হক, ইউনিয়ন সভাপতি শহীদুল্লাহ চৌধুরি, সেক্রেটারি মোহাম্মদ হামিদুল হক। প্রধান মুফাসির হিসাবে তাফসির পেশ করেন খ্যাতিমান ইসলামী স্কলার চট্টগ্রাম আন্তজার্তিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিএম মফিজুর রহমান আল-আযাহারি বিশেষ ওয়াজিয়ান হিসাবে তাফসির পেশ করেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসা প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী, রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, মাওলানা ইসমাইল হোসেন সহ প্রমুখ আলেমবৃন্দগন এই সময় বক্তরা বলেন- আল্লামা সাঈদী একজন কোরআনে পাখি, আল্লাহ রাসূলের কোরআন দাওয়াত পৌঁছাতে গিয়ে জালিমের রোষানলে পড়ে ফ্যাসিবাদ সরকার দমন পীড়ন করেও বিন্দু পরিমান দাওয়াতি কাজ থেকে বিরত থাকেননি অশান্ত পৃথিবীতে শান্তির পয়গাম নিয়ে ধরাপৃষ্ঠে ইসলামের আগমন।
বিশ্ববাসীর জীবন থেকে চিরকালের জন্য অশান্তিকে বিদায় জানাতে যার আগমন তাতে একমুহূর্তে জন্যও নেই অশান্তির সমর্থন! মানবরচিত শান্তিকে আসল শান্তি মনে করে যারা ইসলাম কবুল করেনি কিংবা ইসলাম কবুল করার পরও বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ ও অনুশীলন করেছে যারা পরকালে তারাই হবে মহা ক্ষতিগ্রস্ত, দেশ ও জাতির কল্যাণের জন্য কোরআন সুন্নাহ আলোকে তাফসিরুল কোরআন মাহফিলে বিকল্প নেই। মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন সর্জেন্ট (অব.) আবুল কালাম, আব্দুল গফুর সহ এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ।