নেজাম উদ্দীন -বিশেষ প্রতিনিধি রাঙ্গুনিয়া পোমরা বাণিজ্যিক স্থান গোচরা হাফেজ চৌধুরী টাওয়ার ২য় তলায় শুভ উদ্ভোধন হয়ে গেল নিত্য নতুন বাহারি ডিজাইনে পান্জাবী ও শেরােওয়ানি কালেকশন। বৃহস্পতিবার ১৩ই মার্চ ১২ই রামাদান প্রোপ্রাইটার আবু বক্কর নাঈমীর মা ফিতা কেটে এই ক্লোথ সপ উদ্ভোধন করেন। উদ্ভোধনী উপলক্ষে পবিত্র খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, খতমে মজমুয়ায়ে সালওয়াতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ চৌধুরী টাওয়ার এর স্বত্তাধিকারী নেজাম উদ্দীন চৌধুরী, প্রধান অতিথি হিসাবে ছিলেন পোমরা নাঈমাবাদ দরবার শরীফের সাজ্জানশীল মোহাম্মদ নাঈম উদ্দীন নাঈমী আল -মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জোনায়েদুল আলম চৌধুরী সাহেব, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সেকান্দর হোসাইন সাহেব, এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু জাফর, অধ্যক্ষ মারফতুল নূর, অধ্যক্ষ শাহ আলম, , অধ্যক্ষ নাসির উদ্দিন আল কাদের ও একাধিক মাদ্রাসা আরবি প্রভাষক ও বিভিন্ন মসজিদের খতিব মহোদয়গণ উপস্থিত ছিলেন। শাহান শাহ ক্লোথ এর প্রোপ্রাইটর হাফেজ আবু বক্কর নাঈমী বলেন- উদ্ভোধনী উপলক্ষে পুরো রামাদান জুড়ে সকল ক্রেতার জন্য বিশেষ ছাড় রয়েছে এবং আমাদের রয়েছে দেশি বিদেশি নিত্য নতুন ডিজাইনে কালেকশন, গ্রাহকদের চাহিদা বিবেচনা করে মান-সম্মাত ঈদের শপিং কালেকশন, সবাইকে আসার দাওয়াত থাকলো।