আধুনিক মানসম্মত শিক্ষা নিয়ে কাজ করবে রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুল
নেজাম উদ্দীন- বিশেষ প্রতিনিধি
আধুনিক মানসম্মত শিক্ষা নিয়ে কাজ করবে রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুল
চট্টগ্রাম শহরে বৃহত্তম বাকলিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক পরিচালিত,
রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৫ ই জানুয়ারী) রাঙ্গুনিয়া উপজেলা মরিয়ম নগর ইউনিয়নে রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের উদ্বোধন অনুষ্ঠান স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়ার ন্যাশনাল আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ হাসান মুরাদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাংগুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার জনাব সুমন শর্মা, উদ্বোধক ও স্বাগত বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আতাউল্লাহ বুখারী। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শওকতুল ইসলাম , বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ডে শিফট কোঅডিনেটর মোহাম্মদ খাইরুল আবেদীন, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ শওকত হোসাইন। এই সময় বক্তরা বলেন- শিক্ষাই জাতি মেরুদণ্ড, একটি জাতিকে বিশ্বের বুকে উচু করে দাড়াতে হলে আধুনিক মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই, তাই আধুনিক যুগউপযোগী শিক্ষার আলো ছড়াতে রাঙ্গুনিয়া ন্যাশনাল আউডিয়াল স্কুল আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মহিউদ্দিন, প্রবাসী লেখক আনোয়ার শাহাদাত, সাবেক ব্যাংক কর্মকর্তা বেলাল হোসেন , নেওয়াজ হোসেন,ওমর ফারুক, হোসাইন মুরাদ, মোহাম্মদ তারেক, ফারুক, ওয়াহিদ সহ অভিভাবক ও ক্ষুদে শিক্ষার্থীরা । অতিথিদের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, জান্নাতুল ফেরদৌস, হাফেজ মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ নেছার উল্লাহ,মিসেস ইভা, নুসরাত জাহান, ইছানুর হামিদা, উম্মে সালমা,রাব্বি সহ প্রমুখ শিক্ষকবৃন্দগন।