রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর প্রবীণ দায়িত্বশীলের ইন্তেকাল।
নেজাম উদ্দিন- রাঙ্গুনিয়া( চট্টগ্রাম)
রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী জনাব দিদারুল আলম আজ ৪ জানুয়ারি (শনিবার), নিজ গৃহে মৃত্যুবরণ করেন, 'ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।' বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সাবেক আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ আমিরুজ্জামানের ঈমামতিতে মরহুমের প্রথম জানাযা রাঙ্গুনিয়া থানা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, রাঙ্গুনিয়া উপজেলার নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলম শাহ পাড়া আলিয়া মাদ্রাসার সাবেক মুফাস্সির মাওলানা ইসমাইল হোসাইন, রাঙ্গুনিয়া আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুল গফুর, সেক্রেটারি মাস্টার আরিফুল হাসান চৌধুরী মুরাদ, কাউখালি সরকারি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আলহাজ্ব জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু ইউসুফ, ছাত্রশিবিরের রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম,মরহুমের ভাইরা ছাত্রশিবিরের রাঙ্গুনিয়া উপজেলার আরেক সাবেক সভাপতি মাওলানা আব্দুস সবুর আনসারী, পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবসার, প্রবাসী দানবীর আকতার হোসেন, রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম, রাঙ্গুনিয়া হেল্থ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও রাঙ্গুনিয়া রেসি ট্রাস্টের পরিচালকমন্ডলী। আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া পৌরসভার সভাপতি আ.জ.ম ওমর, ১নং রাজানগর ইউনিয়ন সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সরফভাটা ইউনিয়ন সভাপতি মাস্টার আকতার হোসেন,কোদালা ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন প্রমূখ।
পোমরা উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মাওলানা, মরহুমের ভাইরা মাওলানা নুরুল আলম মানজার এর ঈমামতিতে মরহুমের দ্বিতীয় জানাযা পোমরা কাজী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য মরহুম দিদারুল আলম, ইসলামী ছাত্রশিবিরের রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি, জামায়াতে ইসলামী পোমরা ইউনিয়ন ও পৌরসভার সহ-সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া পোমরা গোচরা বাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সংশ্লিষ্ট ছিলেন। মৃত্যুকালীন তাঁর বয়স ছিল ৬৫। তাঁর মৃত্যুতে জামায়াতে ইসলামী একজন একনিষ্ঠ ইসলামী আন্দোলনের কর্মী হারালেন। জামায়াতে ইসলামী তাঁর স্বপ্নের ইসলামী রাষ্ট্র কায়েমে কাজ করে যাবেন বলে সংগঠনটির দায়িত্বশীলরা মন্তব্য করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।