রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী মরমপাড়া ইউনিটের উদ্যোগে তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী মরিয়মনগর ইউনিয়ন মরমপাড়া ইউনিটের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ৭ ফেব্রুয়ারি উক্ত তাফসিরুল মাহফিলে ১ম অধিবেশন মাষ্টার হোসেন আহমদ এর সঞ্চলানায় শিক্ষার্থীর উপকরণ ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াছ হোসেন এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ।উদ্ভোধক হিসাবে ছিলেন মাওলানা ইসমাইল হোসেন প্রাক্তন প্রধান মুফাসির- রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ) মাদ্রাসা।

প্রধান মুফাসির হিসাবে ছিলেন হাফেজ মাওলানা ইমাম উদ্দিন মাসুম।আলোচক- চ্যানেল নাইন ও এশিয়ান টিভি, কেন্দ্রীয় সেক্রেটারি আল হিকমাহ ইসলামী মিডিয়া সোসাইটি বাংলাদেশ।বিশেষ ওয়াজিয়ান হিসাবে ছিলেন হাফেজ মাওলানা আবু শাহ অলি আল কাদেরী সাহেব, মাওলানা নুরুল আমিন, সাহেব মাওলানা ইব্রাহীম খলিল সাহেব, মাওলানা আব্দুল মামুন নুরী সাহেব। এই সময় বক্তরা বলেন_ অশান্ত পৃথিবীতে শান্তির পয়গাম নিয়ে ধরাপৃষ্ঠে ইসলামের আগমন। বিশ্ববাসীর জীবন থেকে চিরকালের জন্য অশান্তিকে বিদায় জানাতে যার আগমন তাতে একমুহূর্তে জন্যও নেই অশান্তির সমর্থন!মানবরচিত শান্তিকে আসল শান্তি মনে করে যারা ইসলাম কবুল করেনি কিংবা ইসলাম কবুল করার পরও বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ ও অনুশীলন করেছে যারা পরকালে তারাই হবে মহা ক্ষতিগ্রস্ত, দেশ ও জাতির কল্যাণের জন্য কোরআন সুন্নাহ আলোকে তাফসিরুল কোরআন মাহফিলে বিকল্প নেই। আমন্ত্রিত অতিথি ছিলেন মাস্টার আব্দুল গফুর, মাস্টার হোসেইন,আবু সালেহ, ফারুক, মোরশেদ খুরশেদ আলম নুরু নবী এরশাদ চৌধুরী ফরিদ মিয়া, মুহাম্মদ শফি প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক মেম্বার) সাইফুল ইসলাম, জাফর ইকবাল, সাইফু উদ্দিন সুমন,তৈহিদুল ইসলাম তৈয়ুব, ইকরাম হোসোইন, সুলাইমান সুমন প্রমুখ।